স্থায়ী আমানতের নির্দিষ্ট মেয়াদে স্টেট ব্যাঙ্ক বাড়াল সুদের হার। প্রতীকী ছবি।
প্রায় দু’মাস পরে আবার স্থায়ী আমানতের (ফিক্সড ডিপোজিট) উপর বর্ধিত সুদের নয়া কর্মসূচির কথা ঘোষণা করল স্টেট ব্যাঙ্ক (এসবিআই)। দেশের সবচেয়ে বড় রাষ্ট্রায়ত্ব ব্যাঙ্কের ওয়েবসাইটে বুধবার জানানো হয়েছে, নয়া কর্মসূচিতে স্থায়ী আমানতের (এফডি) উপর সুদের হার ২৫ বেসিস পয়েন্ট (বিপিএস) পর্যন্ত অর্থাৎ ২.৫ শতাংশ বাড়বে।
নয়া ব্যবস্থায় ৪০০ দিনের মেয়াদের স্থায়ী আমানতে সুদের হার হবে ৭.১ শতাংশ। স্টেট ব্যাঙ্ক কর্তৃপক্ষ জানিয়েছেন বুধবার (১৫ ফেব্রুয়ারি) থেকেই এই বর্ধিত সুদের হারের নয়া কর্মসূচি কার্যকর হবে। কর্মসূচিটি চলবে আগামী ৩১ মার্চ পর্যন্ত। ২ কোটি টাকা পর্যন্ত স্থানীয় আমানতের ক্ষেত্রে নয়া এই উচ্চ সুদের হার প্রযোজ্য হবে।
এর আগে গত ১৩ ডিসেম্বর নির্বাচিত কিছু স্থায়ী আমানতের ক্ষেত্রে সুদের হার বাড়িয়েছিল স্টেট ব্যাঙ্ক। ‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঘনিষ্ঠ’ শিল্পপতি গৌতম আদানির সংস্থা ঘিরে সাম্প্রতিক বিতর্কের আবহে স্টেট ব্যাঙ্কের এই নয়া কর্মসূচি ‘তাৎপর্যপূর্ণ’ বলে মনে করছেন বাজার বিশেষজ্ঞদের একাংশ। প্রসঙ্গত, বিতর্কের আবহেই চলতি মাসের গোড়ায় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন জানিয়েছিলেন, আদানি শিল্পগোষ্ঠী সঙ্কটে পড়লেও তাদের অন্যতম প্রধান আর্থিক সহায়ক স্টেট ব্যাঙ্কের বিপদের সম্ভাবনা নেই।