King Charles III

সিংহাসনে বসার ছ’মাসের মধ্যেই ক্যানসারে আক্রান্ত রাজা চার্লস, শুরু চিকিৎসা, জানাল বাকিংহাম

প্রাথমিক ভাবে শোনা গিয়েছিল, চার্লস প্রস্টেট ক্যানসারে আক্রান্ত। কিন্তু ব্রিটিশরাজের দফতরের বিবৃতিতে জানানো হয়েছে, তাঁর শরীরে ক্যানসারের বাসা বাঁধার ঘটনাটি ‘পৃথক সমস্যা।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ০৫ ফেব্রুয়ারি ২০২৪ ২৩:৫৮
ব্রিটেনের রাজা চার্লস।

ব্রিটেনের রাজা চার্লস। —ফাইল চিত্র।

সিংহাসনে বসার ছ’মাসের মধ্যেই ক্যানসারে আক্রান্ত ব্রিটেনের রাজা চার্লস। হাসপাতালে শারীরিক পরীক্ষার সময় তাঁর শরীরে ক্যানসারের উপস্থিতি শনাক্ত হয়েছে বলে সোমবার বাকিংহাম প্রাসাদের তরফে জানানো হয়েছে। হাসপাতালে তাঁর চিকিৎসা শুরুর কথাও জানিয়েছে বাকিংহাম।

Advertisement

প্রাথমিক ভাবে শোনা গিয়েছিল, চার্লস প্রস্টেট ক্যানসারে আক্রান্ত। কিন্তু ব্রিটিশরাজের দফতরের বিবৃতিতে জানানো হয়েছে, তাঁর শরীরে ক্যানসারের বাসা বাঁধার ঘটনাটি ‘পৃথক সমস্যা। তবে চার্লস ঠিক কোন ধরনের ক্যানসারে আক্রান্ত, সে বিষয়ে কিছু বলা হয়নি বিবৃতিতে।

রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুর পরে গত মে মাসে ওয়েস্টমিনস্টার অ্যাবিতে আনুষ্ঠানিক ভাবে চার্লসের সিংহাসনে বসার রাজকীয় প্রক্রিয়ার সূচনাহয়েছিল। গত ৮ সেপ্টেম্বর ইংল্যান্ডের রাজ সিংহাসনে বসেছিলেন তৃতীয় চার্লস। মাথায় ‘সেন্ট এডওয়ার্ড’স ক্রাউন’ পরিয়ে রাজ্যাভিষেক হওয়ার ছ’মাসের মধ্যেই ক্যানসারে আক্রান্ত হলেন তিনি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
আরও পড়ুন
Advertisement