Israel-Hamas Conflict

পশ্চিম এশিয়ার অশান্তি এ বার ছড়াল নেদারল্যান্ডসে, ইহুদিদের উপর হামলা! সেনা পাঠাচ্ছে ইজ়রায়েল

ইজ়রায়েলের নিরাপত্তা বিষয়ক মন্ত্রী বেন গাভিরের দাবি, শুক্রবার ভোরে জন ক্রাফ স্টেডিয়ামে একটি ফুটবল ম্যাচ চলাকালীন হিংসা শুরু হয়। আক্রান্ত হন ইজ়রায়েলি নাগরিকেরা।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ০৮ নভেম্বর ২০২৪ ১৪:২০
গোষ্ঠীহিংসায় অশান্ত আমস্টারডাম।

গোষ্ঠীহিংসায় অশান্ত আমস্টারডাম। ছবি: রয়টার্স।

গাজ়া, লেবানন এবং ইরানের উপর ইজ়রায়েলি হামলার আঁচ এ বার পড়ল নেদারল্যান্ডসে। পশ্চিম ইউরোপের ওই দেশের রাজধানীতে প্যালেস্টাইনপন্থীরা নির্বিচারে ইজ়রায়েলি নাগরিক-সহ ইহুদি জনগোষ্ঠীর উপর হামলা শুরু করেছে বলে অভিযোগ। উত্তেজনার এই আবহে ইহুদিদের সাহায্য করতে বাহিনী পাঠানোর প্রস্তুতি শুরু করেছে ইজ়রায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সরকার।

Advertisement

ইজ়রায়েলের নিরাপত্তা বিষয়ক মন্ত্রী বেন গাভিরের দাবি, শুক্রবার ভোরে জন ক্রাফ স্টেডিয়ামে একটি ফুটবল ম্যাচ চলাকালীন হিংসা শুরু হয়। ইজ়রায়েলি নাগরিক-সহ ইহুদি জনগোষ্ঠীর উপরে প্যালেস্টাইন সমর্থক একটি বিশেষ ধর্মাবলম্বীরা হামলা শুরু করেন। এক্স পোস্টে তিনি লিখেছেন, ‘‘আমাদের নাগরিকেরা অকল্পনীয় নিষ্ঠুরতার শিকার হয়েছেন।’’ তাঁর মন্ত্রকের তরফে ইজ়রায়েলি নাগরিকদের হোটেলের বাইরে না বেরোনোর নির্দেশ দেওয়া হয়েছে।

নেদারল্যান্ডস পুলিশ জানিয়েছে, হিংসায় জড়িত থাকার অভিযোগে মোট ৫৭ জনকে আটক করা হয়েছে। আমস্টারডামে আটকে পড়ে নাগরিকদের উদ্ধার করতে বায়ুসেনার দু’টি বিমান ও প্রয়োজনীয় বাহিনী পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে নেতানিয়াহু সরকার। প্রসঙ্গত, ২০২৩-এর অক্টোবরে গাজ়ায় প্যালেস্টাইনি সশস্ত্র গোষ্ঠী হামাসের বিরুদ্ধে ইজ়রায়েলি সেনার অভিযান শুরুর পরেই দফায় দফায় অশান্তি হয়েছে আমস্টারডামে। ইহুদিদের উপর হামলার পাশাপাশি ভাঙা হয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধে হিটলারের নাৎসি সেনার বন্দিশিবিরে নিহত ইহুদি কিশোরী আনা ফ্রাঙ্কের মূর্তিও।

আরও পড়ুন
Advertisement