Priyanka Gandhi

‘জামাত-ই-ইসলামির সমর্থনে ওয়েনাড়ে ভোটে লড়ছেন প্রিয়ঙ্কা’! বললেন কেরলের মুখ্যমন্ত্রী বিজয়ন

ওয়েনাড়ে প্রিয়ঙ্কার মূল লড়াই প্রাক্তন বিধায়ক তথা সিপিআইয়ের রাজ্য সহ-সম্পাদক সত্যন মোকেরি এবং বিজেপির মহিলা মোর্চার রাজ্য সাধারণ সম্পাদক নব্যা হরিদাসের বিরুদ্ধে।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ০৮ নভেম্বর ২০২৪ ১১:২৪
(বাঁ দিকে) প্রিয়ঙ্কা গান্ধী। ডান দিকে পিনারাই বিজয়ন (ডান দিকে)।

(বাঁ দিকে) প্রিয়ঙ্কা গান্ধী। ডান দিকে পিনারাই বিজয়ন (ডান দিকে)। —ফাইল চিত্র।

কট্টরপন্থী মুসলিম সংগঠন জামাত-ই-ইসলামির ‘গোপন সমর্থনে’ কেরলের ওয়েনাড় লোকসভা কেন্দ্রে উপনির্বাচনে লড়ছেন কংগ্রেস নেত্রী প্রিয়ঙ্কা গান্ধী বঢরা! বিজেপি নয়, এমন অভিযোগ বিরোধী জোট ‘ইন্ডিয়া’র অন্যতম শরিক সিপিএমের পলিটব্যুরো সদস্য তথা কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের!

Advertisement

বিরোধী দলনেতা রাহুল গান্ধীর ছেড়ে দেওয়া ওয়েনাড়ে আগামী ১৩ নভেম্বর উপনির্বাচন। সেখানে প্রিয়ঙ্কার মূল লড়াই প্রাক্তন বিধায়ক তথা সিপিআইয়ের রাজ্য সহ-সম্পাদক সত্যেন মোকেরি এবং বিজেপির মহিলা মোর্চার রাজ্য সাধারণ সম্পাদক নব্যা হরিদাসের বিরুদ্ধে। বিজয়নের অভিযোগ, জামাত-ঘনিষ্ঠ সংগঠন ওয়েলফেয়ার পার্টি প্রিয়ঙ্কার পক্ষে ভোটে নেমেছে। তিনি বলেন, ‘‘কংগ্রেসের ধর্মনিরপেক্ষতার মুখোশ পুরোপুরি খসে পড়েছে।’’

বিজয়ন অতীতেও ‘ইসলামি মৌলবাদী শক্তি’র সঙ্গে কংগ্রেসের বোঝাপড়ার অভিযোগ তুলেছেন। কেরলে কংগ্রেস নেতৃত্বাধীন জোট ইউডিএফের দ্বিতীয় বৃহত্তম শক্তি ‘ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লিগ’-এর বিরুদ্ধেও বিজেপির সুরে সুর মিলিয়ে সাম্প্রদায়িকতার অভিযোগ তুলেছেন তিনি। প্রসঙ্গত, গত লোকসভা ভোটে উত্তরপ্রদেশের রায়বরেলী এবং ওয়েনাড়, দুই কেন্দ্র থেকেই প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন রাহুল। দু’টি কেন্দ্রেই সাড়ে তিন লক্ষের বেশি ব্যবধান তিনি জয়ী হন। পরে রায়বরেলী আসনটি রেখে ওয়েনাড় কেন্দ্রটি ছেড়ে দেন রাহুল। পরিসংখ্যান বলছে, ২০০৯ সালের আসন পুনর্বিন্যাসে সৃষ্ট কেরলের ওয়েনাড় লোকসভায় কখনও হারেনি কংগ্রেস।

আরও পড়ুন
Advertisement