চলতি সপ্তাহেই যুদ্ধবিরতি গাজ়ায়? ছবি: রয়টার্স।
জো বাইডেন হোয়াইট হাউসে থাকাকালীনই গাজ়ায় যুদ্ধবিরতি এবং ইজ়রায়েলি পণবন্দিদের মুক্তি নিয়ে প্যালেস্টাইনি সশস্ত্র গোষ্ঠী হামাসের সঙ্গে চুক্তি করতে পারে বেঞ্জামিন নেতানিয়াহুর সরকার। হামাসের এক শীর্ষস্থানীয় নেতাকে উদ্ধৃত করে মঙ্গলবার এ কথা জানিয়েছে সংবাদ সংস্থা বিবিসি।
অন্য দিকে, ইজ়রায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর দফতরের এক আধিকারিক সংবাদ সংস্থা রয়টার্সকে মঙ্গলবার জানিয়েছেন, আলোচনা ইতিবাচক। কয়েক দিনের মধ্যেই যুদ্ধবিরতি এবং পণবন্দিমুক্তি নিয়ে সমঝোতার সম্ভাবনা রয়েছে। আমেরিকার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সালিভান জানিয়েছেন, চলতি সপ্তাহেই আসতে পারে সেই প্রত্যাশিত মুহূর্ত।
ইজ়রায়েল এবং হামাসের মধ্যে আলোচনায় কাতারের আমির তামিম বিন হামাদ আল-থানির মধ্যস্থতাকারীর কাজ করছেন। ওভাল অফিস জানিয়েছে, সোমবার তামিমকে ফোন করে যুদ্ধবিরতি সংক্রান্ত আলোচনার অগ্রগতি সম্পর্কে খোঁজ নেন আমেরিকার বিদায়ী প্রেসিডেন্ট বাইডেন। প্রসঙ্গত, ২০২৩ সালের ৭ অক্টোবর প্যালেস্টাইনি সশস্ত্র গোষ্ঠী হামাস ইজ়রায়েলের ভূখণ্ডে হামলা চালানোর পরেই গাজ়া ভূখণ্ডে জুড়ে ধ্বংসযজ্ঞ শুরু করেছিল নেতানিয়াহুর ফৌজ।
গাজ়ায় ইজ়রায়েলি সেনার ‘গ্রাউন্ড অপারেশন’ শুরুর সময় বাইডেন একে ‘বাড়াবাড়ি’ বলেছিলেন। তিনটি শব্দে ইজ়রায়েলের হামলাকে ব্যাখ্যা করেছিলেন আমেরিকান প্রেসিডেন্ট। সেই তিন শব্দ হল ‘ওভার দ্য টপ’। অর্থাৎ, ইজ়রায়েলি হামলাকে তিনি ‘প্রয়োজনের তুলনায় বেশি’ বলে দেখছেন, যা ভাল ভাবে নিতে পারেননি নেতানিয়াহু। বাইডেনের বিরুদ্ধে প্রকাশ্যে মুখও খুলেছিলেন তিনি। আগামী ২০ জানুয়ারি হোয়াইট হাউস থেকে বিদায়ের আগে গাজ়ায় শান্তি ফেরাতে পারলে বাইডেনের কাছে তা ‘বড় সাফল্য’ হতে পারে বলেই মনে করছেন কূটনৈতিক বিশ্লেষকদের একাংশ।