isis

যুদ্ধে নিহত হয়েছেন সর্বোচ্চ নেতা হাশেমি আল-কুরেশি, জানিয়ে দিল জঙ্গিগোষ্ঠী আইএস

চলতি বছরের মার্চ মাসে আমেরিকার সেনা অভিযানে আইএসের সর্বোচ্চ নেতা আবু ইব্রাহিম আল-হাশেমি আল-কুরেশির মৃত্যুর পরে সংগঠনের নতুন প্রধান হয়েছিলেন হাশেমি।

Advertisement
সংবাদ সংস্থা
শেষ আপডেট: ৩০ নভেম্বর ২০২২ ২২:২০
যুদ্ধে নিহত আইএস প্রধান আবু আল-হাসান আল-হাশেমি আল-কুরেশি।

যুদ্ধে নিহত আইএস প্রধান আবু আল-হাসান আল-হাশেমি আল-কুরেশি। প্রতীকী ছবি।

কয়েক দিন আগেই সিরিয়ায় যুদ্ধে জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)-এর সর্বোচ্চ নেতা আবু আল-হাসান আল-হাশেমি আল-কুরেশির মৃত্যুর ‘খবর’ এসেছিল। বুধবার ইসলামি জঙ্গি সংগঠনটির তরফে আনুষ্ঠানিক ভাবে সে কথা মেনে নেওয়া হল। আইএসের মুখপাত্র বলেছেন, ‘ঈশ্বরের শত্রুদের সঙ্গে সংঘর্ষে নিহত হয়েছেন হাশেমি।’

সংগঠনের নয়া প্রধান হিসাবে আবু আল-হুসেইন আল-হুসেইনি আল-কুরাশির নাম ঘোষণা করেছেন আইএস মুখপাত্র। তবে কোথায়, কী ভাবে হাশেমি নিহত হলেন সে বিষয়ে বিস্তারিত ভাবে কিছু জানানো হয়নি। প্রসঙ্গত, চলতি বছরের মার্চ মাসে আমেরিকার সেনা অভিযানে আইএস প্রধান আবু ইব্রাহিম আল-হাশেমি আল-কুরেশির মৃত্যুর পরে সংগঠনের নতুন প্রধান হয়েছিলেন হাশেমি। তাঁর মৃত্যু আইএসের কাছে ‘বড় ধাক্কা’ বলে মনে করা হচ্ছে।

Advertisement

২০১৯ সালে আমেরিকা সেনার অভিযানে আইএসের প্রতিষ্ঠাতা তথা তাদের সর্বোচ্চ নেতা আবু বকর আল-বাগদাদির মৃত্যু হয়েছিল। তার পর সংগঠনের ভার পেয়েছিলেন ৪৫ বছরের শিক্ষাবিদ আবু ইব্রাহিম। এক সময়ে ইরাকের প্রাক্তন প্রেসিডেন্ট সাদ্দাম হুসেনের সেনা বাহিনীর সদস্যও ছিলেন তিনি। ইব্রাহিমের সময়ই তাঁর ‘ডানহাত’ হয়ে উঠেছিলেন হাশেমি। চলতি বছরের মে মাসে তুরস্কের ইস্তানবুলে হাশেমি গ্রেফতার হয়েছিলেন বলে ‘খবর’ মিলেছিল। যদিও তা স্বীকার করেনি তুরস্ক।

Advertisement
আরও পড়ুন