যুদ্ধে জ্বলছে সিরিয়া। ছবি: রয়টার্স।
ক্ষমতা হারানোর আড়াই সপ্তাহের মধ্যেই প্রত্যাঘাত করল সিরিয়ার প্রাক্তন প্রেসিডেন্ট বাশার আল-আসাদের অনুগত সেনারা। বুধবার আসাদ বাহিনীর হামলায় নতুন অন্তর্বর্তী সরকারের অন্তত ১৪ জন নিরাপত্তা আধিকারিকের মৃত্যু হয়েছে। গুরুতর আহত অন্তত ১০। সে দেশের বিদ্রোহী জোট সরকারের তরফে বৃহস্পতিবার এ কথা জানানো হয়েছে।
বিবিসি প্রকাশিত খবর জানাচ্ছে, ভূমধ্যসাগরীয় বন্দর টারতুসের কাছে মঙ্গলবার থেকে দু’তরফের সংঘর্ষ শুরু হয়। সেখানেই আসাদ বাহিনীর হামলায় ১৪ জন নিরাপত্তা আধিকারিক নিহত হন। মৃত্যু হয় আসাদ-অনুগত তিন সেনারও। সে দেশের অন্তর্বর্তী সরকার জানিয়েছে, দামাস্কাসের কুখ্যাত সেদনায়া কারাগারে বন্দি নির্যাতনের ঘটনায় জড়িত আসাদ সরকারের এক কর্মকর্তাকে গ্রেফতারের উদ্দেশ্যে টারতুসে অভিযান চালানো হয়েছিল। তখনই দু’পক্ষের সংঘর্ষ শুরু হয়।
গত ৮ ডিসেম্বর আসাদ সরকারকে উৎখাত করে সিরিয়ার রাজধানী দামাস্কাস দখল করেছিল বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল-শাম (এইচটিএস) এবং তাদের সহযোগী ‘জইশ আল-ইজ্জা’র যৌথবাহিনী। ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট প্রাণ বাঁচাতে সিরিয়া ছেড়ে রাশিয়ায় চলে যান। তবে এখনও পশ্চিমে ভূমধ্যসাগরের উপকূলবর্তী এলাকার কিছু অংশ প্রাক্তন সরকারের অনুগত সেনা ও মিলিশিয়া বাহিনীর দখলে রয়েছে। সিরিয়ায় দীর্ঘ দিন শাসন করেছে আসাদ পরিবার। বাশারের বাবা হাফিজ় আল-আসাদ টানা ৩০ বছর সিরিয়া শাসন করেছিলেন। বাশার এবং তাঁর বাবা হাফিজ়, দু’জনে মিলে ৫০ বছরের বেশি সময় সিরিয়া শাসন করেছেন। ২০০০ সালে হাফিজ়ের মৃত্যুর পর ক্ষমতায় আসেন বাশার। টানা ২৪ বছর শাসন করার পর গত ৮ ডিসেম্বর সিরিয়ায় তাঁর সাম্রাজ্যের পতন হয়।