ঝুলেই রইল ইমরানের ভাগ্য। ফাইল ছবি।
প্রায় আড়াই ঘণ্টা পর ফের পাক অ্যাসেম্বলির অধিবেশন শুরু। এখনও অধিবেশনে নেই ইমরান। অনাস্থা প্রস্তাবের উপর রাত আটটায় ভোটাভুটি হতে পারে।
সূত্রের খবর, ইমরান খান তাঁর আইনজীবীদের সঙ্গে কথা বলছেন। পাক সুপ্রিম কোর্টের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে আদালতে ষেতে পারে সরকার। এর সঙ্গে বিকল্প দিকগুলিও বিবেচনা করা হচ্ছে। দলের আইনজীবীরা সুপ্রিম কোর্টের রায়ের বিরুদ্ধে একটি পিটিশনের খসড়া তৈরি করেছে। ইমরান খানের বাড়িতেই পিটিশনের বিষয়গুলো নিয়ে ইমরান খানের সঙ্গে আলোচনা করেন তাঁরা।
ইমরান সরকারের তথ্য ও আইনমন্ত্রী ফওয়াদ চৌধুরীকে উদ্ধৃত করে পাকিস্তানের সংবাদ মাধ্যমের একটি অংশ দাবি করছে, প্রধানমন্ত্রীর বিরুদ্ধে আনা অনাস্থা প্রস্তাবের উপর ভোটাভুটি আগামী সপ্তাহ পর্যন্ত পিছিয়ে যেতে পারে।
মান, হুশ— সবই হারিয়েছেন ইমরান। তাঁর আর প্রধানমন্ত্রীর চেয়ারে থাকার কোনও অধিকার নেই। তাঁকে উন্মাদ বললেও কম বলা হয়। তীব্র আক্রমণ বিরোধী নেত্রী মরিয়ম নওয়াজ শরিফের। তাঁর দাবি, নিজেকে বাঁচাতে গোটা দেশকে বন্ধক রাখার মতো পরিস্থিতি তৈরি করেছেন ইমরান।
One person who is not in his senses anymore cannot be allowed to wreak havoc & bring the entire country down. This is not a joke. He should not be treated as PM or ex PM, he must be treated as a PSYCHOPATH who just to save his own skin is holding the entire country hostage. Shame
— Maryam Nawaz Sharif (@MaryamNSharif) April 9, 2022
পাকিস্তানের বিরোধী নেতাদের একটি প্রতিনিধি দল ন্যাশনাল অ্যাসেম্বলির স্পিকার আসাদ কাইজারের সঙ্গে দেখা করে দ্রুত প্রধানমন্ত্রী ইমরানের বিরুদ্ধে অনাস্থা প্রস্থাবের উপর ভোটাভুটি করানোর দাবি জানান। ভোটাভুটির অনিবার্য ফলাফল আন্দাজ করতে পেরে ইমরান ইচ্ছাকৃত ভাবে অনাস্থা প্রস্তাবের উপর ভোটে বিলম্ব করাচ্ছেন বলে অভিযোগ তাঁদের।
ভারতীয় সময় দুপুর একটা পর্যন্ত অধিবেশন স্থগিত হলেও এখনও শুরু হয়নি। সূত্রের খবর, সরকার এবং বিরোধীপক্ষের মধ্যে আলোচনার কারণে দেরি হচ্ছে অধিবেশন শুরু হতে। বিরোধীদের সঙ্গে আলাদা করে বৈঠক করেন স্পিকার। সূত্রের খবর, সেই বৈঠকে কোনও সমাধান সূত্র উঠে আসেনি। নামাজের পর শুরু হতে পারে অধিবেশন।
ভারতীয় সময় দুপুর ১টা (পাকিস্তানের সময় সাড়ে ১২টা) পর্যন্ত স্থগিত পাক ন্যাশনাল অ্যাসেম্বলির অধিবেশন।
ন্যাশনাল অ্যাসেম্বলির অধিবেশন শুরু হল। অধিবেশনের সভাপতিত্ব করছেন স্পিকার আসাদ কায়সার। অনাস্থা প্রস্তাব নিয়ে চলছে আলোচনা। বিরোধীদল পিএমএল-এন সভাপতি শাহবাজ শরিফের নেতৃত্বে ১৭৬ জন সদস্য একটি বৈঠকে বসে।
শুক্রবার জাতীর উদ্দেশে দেওয়া ভাষণে ভারতের বিদেশ নীতির প্রশংসা করেছিলেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান। তাঁর সেই প্রশংসার তীব্র সমালোচনা করলেন পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ কন্যা মরিয়ম নওয়াজ শরিফ। তিনি বলেন, ‘‘অতই যদি ভারতকে ভাল লাগে তবে উনি ভারতে চলে যান।’’
ইমরান ভাষণে ভারতের বিদেশনীতির প্রশংসা করে বলেন বলেন, ‘‘কোনও বড় শক্তি ভারতকে কোনও নির্দেশ দিতে পারে না।’’ পাক প্রধানমন্ত্রী বলেন, ‘‘আমরা ২২ কোটি মানুষ। বাইরে থেকে কেউ ২২ কোটি মানুষকে এই নির্দেশ দিচ্ছে, এটা অপমানজনক।’’
অনাস্থা ভোটের আগে দেশবাসীর উদ্দেশে ভাষণ দিলেন পাক প্রধানমন্ত্রী। সুপ্রিম কোর্টের রায়কে মেনে নিয়েও ইমরান খান বলেন, বিদেশি হস্তক্ষেপের অভিযোগ নিয়ে তদন্ত করল না শীর্ষ আদালত। একটি দীর্ঘ টেলিভিশন ভাষণে তিনি ফের বিরোধীদের বিরুদ্ধে ঘোড়া কেনাবেচার অভিযোগ তুললেন। পাক প্রধানমন্ত্রী বলেন, ‘‘আমি বিশ্বের নানা দেশ ঘুরেছি, কিন্তু কোথাও এমন খোলামেলা দুর্নীতি দেখিনি।’’
ফাইল ছবি