Friendship

বন্ধুর শরীর খারাপ, কোনও উত্তর না পেয়ে, ড্রোন পাঠিয়ে খোঁজ নিলেন আর এক বন্ধু!

বার বার ফোনে বার্তা পাঠিয়েও উত্তর না পেয়ে বিচলিত হয়ে পড়েছিলেন ওয়ানের বন্ধু। তাঁকে বার্তা পাঠানো হয়, “কী করছিস? তুই ঠিক আছিস তো?’

Advertisement
সংবাদ সংস্থা
শেষ আপডেট: ৩০ অক্টোবর ২০২২ ১৭:০৪
বন্ধু সুস্থ কি না খোঁজ নিতে ড্রোন পাঠালেন তরুণী। প্রতীকী ছবি।

বন্ধু সুস্থ কি না খোঁজ নিতে ড্রোন পাঠালেন তরুণী। প্রতীকী ছবি।

‘বন্ধু’ এবং ‘বন্ধুত্ব’— এই শব্দ দু’টির অনেক গভীরতা রয়েছে। এর সঙ্গে বিশ্বাস, ভালবাসা সব কিছু জড়িয়ে। যেখানে বন্ধুবিচ্ছেদের মতো ঘটনা হামেশাই শোনা যায়, এমন পরিস্থিতিতে দুই তরুণীর বন্ধুত্বের একটি ঘটনা প্রকাশ্যে এসেছে।

ওয়ান নামে এক তরুণী অসুস্থ হয়ে পড়েছিলেন। বন্ধুকে তাঁর অসুস্থতার বার্তা পাঠিয়েছিলেন। ফোনে সেই বার্তা পেয়ে ওয়ানের বন্ধু তাঁকে স্থানীয় কোনও চিকিৎসককে ফোন করে বিষয়টি জানাতে বলেন। এ পর্যন্তই তাঁদের দু’জনের কথোপকথন হয়।

Advertisement

তার পর বেশ কয়েক ঘণ্টা কোনও সাড়াশব্দ পাওয়া যায়নি ওয়ানের। বার বার ফোনে বার্তা পাঠিয়েও উত্তর না পেয়ে বিচলিত হয়ে পড়েছিলেন ওয়ানের বন্ধু। তাঁকে বার্তা পাঠানো হয়, “কী করছিস? তুই ঠিক আছিস তো?’ কিন্তু কোনও উত্তর পাচ্ছিলেন না ওয়ানের বন্ধু। বেশ কয়েক বার ফোনও করেন তিনি। তাতেও কোনও সাড়াশব্দ না পেয়ে নিজের কাছে থাকা ড্রোন ব্যবহারের সিদ্ধান্ত নেন তরুণী।

ড্রোনটিকে ওয়ানের বাড়িতে পাঠান। জানলার সামনে ড্রোন উড়তে দেখে স্তম্ভিত হয়ে যান ওয়ান। ড্রোনে লাগানো ক্যামেরায় বন্ধুকে দেখতে পেয়ে স্বস্তির নিশ্বাস ফেলেন তরুণী। ওয়ান বলেন, “আমার বন্ধু অত্যন্ত বিচলিত হয়ে পড়েছিল। আমি ঠিক আছি কি না তা খতিয়ে দেখার জন্য ড্রোন পাঠিয়েছিল।”

Advertisement
আরও পড়ুন