Viral Video

ফুটপাথের জানিকে দেখে থমকে গেলেন পথের বি প্রাক, রাস্তায় জমে উঠল ‘শেরশাহ’-র যুগলবন্দি

পথচারীকে গেয়ে উঠতে দেখে গিটারবাদক আরও মজে গেলেন। এ বার পথচারীর সঙ্গে গলা মিলিয়ে গান ধরল গিটারবাদক কিশোরও।

Advertisement
সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ৩০ অক্টোবর ২০২২ ১৬:২৪
জনপ্রিয় গায়ক বি প্রাক। ফুটপাথে বসে তাঁরই গানের সুর ধরলেন এক কিশোর। ছবি: ইনস্টাগ্রাম।

জনপ্রিয় গায়ক বি প্রাক। ফুটপাথে বসে তাঁরই গানের সুর ধরলেন এক কিশোর। ছবি: ইনস্টাগ্রাম।

সন্ধ্যার আধো আলোতে ফুটপাথে গিটারে বেজে উঠল ‘শেরশাহ’ ছবির ‘মন ভরয়া’ গানটি। পাশ দিয়েই যাচ্ছিলেন এক পথচারী। গিটারে তাঁর প্রিয় গানের সুর কানে পৌঁছতেই থমকে দাঁড়ালেন। নজর ঘোরাতেই চোখে পড়ল ফুটপাথে বসে এক কিশোর। হাতে গিটার। সামনে রাখা একটি ব্যাগের উপর পথচারীদের দিয়ে যাওয়া টাকা। কিশোরের কাছে এগিয়ে গেলেন ওই পথচারী। নিজের আবেগকে যেন ধরে রাখতে পারলেন না। গিটারের সুরে গলা ছেড়ে গান ধরলেন— ‘ওয়ে ম্যায় তো তেরা মন ভরয়া...’।

পথচারীকে গেয়ে উঠতে দেখে গিটারবাদক আরও মজে গেলেন। এ বার পথচারীর সঙ্গে গলা মিলিয়ে গান ধরল গিটারবাদক কিশোরও। যুগলবন্দিতে মুহূর্তেই যেন সেই ফুটপাথ হয়ে উঠল গানের মঞ্চ। আর সেই মঞ্চেই দেখা গেল ফুটপাথের ‘জানি’, আর পথের ‘বি প্রাককে’। ফুটপাতের এমন যুগলবন্দির সাক্ষী হলেন অন্য পথচারীরাও। আগ্রহভরে গান শুনলেন তাঁরা। কেউ কেউ আবার ওই কিশোরকে টাকাও দিলেন।

Advertisement

সিদ্ধার্থ মলহোত্র এবং কিয়ারা আডবাণী অভিনীত ‘শেরশাহ’ ছবির অন্যতম জনপ্রিয় গান ‘মন ভরয়া’। গানটি লিখেছেন রাজীব কুমার, সঙ্গীতজগতে তিনি জানি নামেই বেশি পরিচিত। গানটি গেয়েছেন জনপ্রিয় গায়ক বি প্রাক।

ফুটপাতের সেই যুগলবন্দির ভিডিয়ো নেটমাধ্যমে ছড়িয়ে পড়তেই অনেকে বলেছেন, “সত্যিই এমন এক দৃশ্য দেখে মন ভরে গেল।’’ আবার কেউ লিখেছেন, “একেই বলে আসল প্রতিভা।”

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
আরও পড়ুন
Advertisement