Bangladesh Situation

ইউনূসকে উৎখাতের ষড়যন্ত্রের নয়া অভিযোগ হাসিনার বিরুদ্ধে! ঢাকায় পুলিশের নজরে ‘জয় বাংলা ব্রিগেড’

ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারকে উৎখাতের ষড়যন্ত্রের অভিযোগ উঠল হাসিনার বিরুদ্ধে। ঘটনার তদন্ত শুরু করেছে বাংলাদেশের সিআইডি। হাসিনা-সহ ৭৩ জনের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৯ মার্চ ২০২৫ ১৫:৪১
(বাঁ দিকে) মুহাম্মদ ইউনূস এবং শেখ হাসিনা (ডান দিকে)।

(বাঁ দিকে) মুহাম্মদ ইউনূস এবং শেখ হাসিনা (ডান দিকে)। —ফাইল চিত্র।

বাংলাদেশে মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারকে উৎখাতের ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগ উঠল সে দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে। বাংলাদেশি সংবাদমাধ্যম ‘প্রথম আলো’ অনুসারে, ওই অভিযোগে হাসিনা-সহ ৭৩ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা রুজু করা হয়েছে। ঘটনাটির তদন্ত চালাচ্ছে বাংলাদেশ পুলিশের সিআইডি। তদন্তকারীদের নজরে রয়েছে, অনলাইন বৈঠকে তৈরি হওয়া ‘জয় বাংলা ব্রিগেড’ নামে একটি মঞ্চও।

Advertisement

বাংলাদেশের সরকারি সংবাদ সংস্থা ‘বাসস’ অনুসারে, গত বছরের ১৯ ডিসেম্বর অনলাইনে একটি সভা হয়। ওই সভাতেই ‘জয় বাংলা ব্রিগেড’ গঠন করা হয়েছিল বলে অভিযোগ। বাংলাদেশ পুলিশের গোয়েন্দা শাখার অভিযোগ, অনলাইনে তৈরি হওয়া ওই মঞ্চ থেকে হাসিনাকে পুনরায় বাংলাদেশের প্রধানমন্ত্রীর ক্ষমতা বুঝিয়ে দেওয়ার জন্য শেষ নিঃশ্বাস পর্যন্ত যুদ্ধ চালিয়ে যাওয়ার কথা বলেন অনেকেই। দেশ-বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে ওই অনলাইন বৈঠকে ৫৭৭ জন অংশগ্রহণকারী যোগ দিয়েছিলেন বলে দাবি করা হচ্ছে।

ঢাকা মহানগর আদালতের সরকারি আইনজীবী ওমর ফারুক ফারুকী ‘প্রথম আলো’কে জানান, বিষয়টি জানার পরে সিআইডির এক আধিকারিক আদালতে হাসিনা-সহ অন্যদের বিরুদ্ধে মামলা করেন। ওই মামলার প্রেক্ষিতে আদালত বাংলাদেশের সিআইডিকে তদন্তের নির্দেশ দিয়েছে। ‘প্রথম আলো’ অনুসারে, বাংলাদেশের সিআইডির তদন্তকারীরা জানিয়েছেন, ওই অনলাইন কথোপকথনের ভয়েস রেকর্ড পর্যালোচনা করে দেখা হয়েছে। তাতে ‘জয় বাংলা ব্রিগেড’ নামে একটি মঞ্চের বিষয়ে আলোচনা হয়েছে। সেখান থেকে সে দেশের বৈধ সরকারকে শান্তিপূর্ণ ভাবে দেশ পরিচালনা করতে দেবে না বলে কথা হয়েছে। বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তী সরকারকে উৎখাতেরও ষড়যন্ত্র করা হয়েছে বলে অভিযোগ।

বস্তুত, গত বছরের জুলাই-অগস্ট মাসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেরে বাংলাদেশে হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের পতন হয়। গত ৫ অগস্ট বাংলাদেশ ছাড়েন হাসিনা। গঠিত হয় অন্তর্বর্তী সরকার, যার নেতৃত্বে রয়েছেন ইউনূস। আওয়ামী লীগের সরকারের পতনের পর থেকে বেশ কিছু ভার্চুয়াল বৈঠকে দলের কর্মী-সমর্থকদের সঙ্গে কথা বলেছেন হাসিনা। ওই ভার্চুয়াল আলোচনার সময়ে ইউনূসের বিরুদ্ধেও সরব হতে দেখা গিয়েছে তাঁকে।

Advertisement
আরও পড়ুন