Mahadev Betting App Case

মহাদেব বেটিং মামলা: ছত্তীসগঢ়ের প্রাক্তন মুখ্যমন্ত্রী ভূপেশের বিরুদ্ধে এ বার এফআইআর সিবিআইয়ের

এক বছরেরও বেশি সময় ধরে সংশ্লিষ্ট বেটিং অ্যাপ দুর্নীতির তদন্ত করছে ইডি। কেন্দ্রীয় তদন্তকারীদের দাবি, এই অ্যাপের মাধ্যমে প্রায় ৬,০০০ কোটি টাকা নয়ছয় হয়েছে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০১ এপ্রিল ২০২৫ ২১:২১
Bhupesh Baghel

ছত্তীসগঢ়ের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা কংগ্রেস নেতা ভূপেশ বাঘেল। —ফাইল চিত্র।

মহাদেব বেটিং অ্যাপ মামলায় আরও চাপে পড়লেন ছত্তীসগঢ়ের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা প্রবীণ কংগ্রেস নেতা ভূপেশ বাঘেল। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-র পর তাঁর বিরুদ্ধে এ বার এফআইআর করল সিবিআই। বস্তুত, সংশ্লিষ্ট মামলার তদন্তে সম্প্রতি ৬০টি জায়গায় হানা দেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকেরা।

Advertisement

এক বছরেরও বেশি সময় ধরে সংশ্লিষ্ট বেটিং অ্যাপ দুর্নীতির তদন্ত করছে ইডি। কেন্দ্রীয় তদন্তকারীদের দাবি, এই অ্যাপের মাধ্যমে প্রায় ৬,০০০ কোটি টাকা নয়ছয় হয়েছে। আর দুর্নীতির নেপথ্যে রয়েছেন প্রভাবশালীরা। ২০২৪ সালের অগস্টে ছত্তীসগঢ় সরকার এই মামলার তদন্তের জন্য সিবিআইয়ের কাছে আর্জি জানায়। গত বছর ছত্তীসগঢ়ের বিধানসভা নির্বাচনে প্রচারে নেমে বঘেলকে এই অ্যাপ দুর্নীতিকাণ্ডে ‘অন্যতম অভিযুক্ত’ বলে কটাক্ষ করেন প্রধানমন্ত্রী মোদী থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

অন্য দিকে, মহাদেব বেটিং অ্যাপ নিয়ে ২০২২ সালেই ইডি একটি মামলা দায়ের করেছিল। ওই বেটিং অ্যাপের কর্ণধার সৌরভ চন্দ্রকর, রবি উৎপল, শুভম সোনি এবং অতুল আগরওয়ালকে অভিযুক্ত করে তারা। অবৈধ উপায়ে অর্থ উপার্জনের অভিযোগ প্রকাশ্যে আসে। তদন্তকারীরা দাবি করেন, ২০২১ সালের সেপ্টেম্বর এবং ২০২২ সালের সেপ্টেম্বরে মহাদেব বেটিং অ্যাপের বর্ষপূর্তিতে দুবাইয়ে একটি পার্টির আয়োজন করা হয়েছিল। সেখানে বলিউডের অনেক পরিচিত মুখ উপস্থিত ছিলেন। অবৈধ তহবিল ব্যবহার করে তাঁদের অর্থ প্রদান করা হয়েছিল।

মূলত ইডির কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে বাঘেলের নামে মামলা দায়ের হয়েছিল। এখনও পর্যন্ত এই মামলায় ইডি ১১ জন গ্রেফতার হয়েছেন। তার আগে ছত্তীসগঢ় পুলিশের হাতে গ্রেফতার হন ১৪ জন। ধৃতদের মধ্যে রয়েছেন কনস্টেবল থেকে এএসআই পদমর্যাদার পুলিশকর্মী। যদিও কংগ্রেসের দাবি, এর নেপথ্যে রয়েছে বিজেপি সরকারের রাজনৈতিক প্রতিহিংসা।

Advertisement
আরও পড়ুন