WTC 2025-27

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের সূচি নিয়ে প্রশ্ন উইলিয়ামসনের, সামঞ্জস্য চান নিউ জ়িল্যান্ডের ব্যাটার

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে সব দেশ সম সংখ্যক ম্যাচ খেলে না। দু’বছরের প্রতিযোগিতার সূচিতে কেন সাম্য থাকবে না, তা নিয়ে প্রশ্ন তুলেছেন কেন উইলিয়ামসন।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০১ এপ্রিল ২০২৫ ২১:৩১
picture of Kane Williamson

কেন উইলিয়ামসন। —ফাইল চিত্র।

ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের সূচি নিয়ে অসন্তুষ্ট কেন উইলিয়ামসন। নিউ জ়িল্যান্ডের প্রাক্তন অধিনায়কের বক্তব্য, একটি প্রতিযোগিতায় সব দলের সমান ম্যাচ থাকা উচিত। কয়েকটি দেশকে কেন বেশি ম্যাচ খেলতে হবে, তা নিয়ে প্রশ্ন তুলেছেন উইলিয়ামসন।

Advertisement

আইপিএলের গত নিলামে দল পাননি উইলিয়ামসন। ধারাভাষ্য দিচ্ছেন বিশ্বের অন্যতম সেরা ব্যাটার। তার মাঝেই কথা বলেছেন বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ নিয়ে। আইসিসি যে ভাবে প্রতিযোগিতা আয়োজন করে, তাতে খুশি নন তিনি। উইলিয়ামসন বলেছেন, ‘‘আমি টেস্ট ক্রিকেট ভালবাসি। চাই টেস্ট ক্রিকেট ঠিক ভাবে চলুক। টি-টোয়েন্টি ক্রিকেটের পাশাপাশি টেস্টও হোক। তরুণ ক্রিকেটারদের জন্য এটা গুরুত্বপূর্ণ। টেস্টের জন্য বছরের কিছু সময় নির্দিষ্ট থাকা দরকার। যাতে দলগুলি পরস্পরের সঙ্গে খেলতে পারে। আমার মনে হয় বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের সূচিতেও সাম্যের প্রয়োজন রয়েছে।’’

কী ধরনের সাম্যের কথা বলতে চাইছেন? উইলিয়ামসন বলেছেন, ‘‘দলগুলির জন্য আলাদা আলাদা সূচি আদর্শ ব্যবস্থা হতে পারে না। সামঞ্জস্য থাকা উচিত। দু’বছরের একটা প্রতিযোগিতা। চূড়ান্ত সূচি পর্যালোচনা করার সুযোগ রয়েছে। আমার মতে পর্যালোচনা করা উচিত। বছরে ১২ মাস রয়েছে। মনে হয় না কঠিন হবে।’’

উল্লেখ্য, ২০২৫-২০২৭ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের চূড়ান্ত সূচি এখনও ঘোষণা করেনি আইসিসি। জ়িম্বাবোয়ের বৈঠকে চূড়ান্ত হতে পারে। তার আগে সূচি নিয়ে নিজের অসন্তোষ প্রকাশ করেছেন উইলিয়ামসন।

Advertisement
আরও পড়ুন