Eric Garcetti

ভারতে আমেরিকার পরবর্তী রাষ্ট্রদূত লস অ্যাঞ্জেলেসের প্রাক্তন মেয়র এরিক? সায় সেনেটের

নিজের দফতরের এক কর্মীকে যৌন হেনস্থা করার অভিযোগও উঠেছিল এরিকের বিরুদ্ধে। ফলে তাঁর নাম নিয়ে বিতর্ক রয়েছে।

Advertisement
সংবাদ সংস্থা
ওয়াশিংটন শেষ আপডেট: ০৯ মার্চ ২০২৩ ০৯:০৯
Former Los Angeles mayor Eric Garcetti may US President Joe Biden’s pick for India envoy

ভারতে আমেরিকার রাষ্ট্রদূত হতে পারেন বাইডেন ঘনিষ্ঠ এরিক। ছবি: রয়টার্স।

ভারতে আমেরিকার পরবর্তী রাষ্ট্রদূত হিসাবে ডেমোক্র্যাটিক পার্টির প্রথম সারির নেতা এরিক গারসেট্টিকে মনোনীত করলেন প্রেসিডেন্ট জো বাইডেন। বুধবার আমেরিকার কংগ্রেসের উচ্চকক্ষ সেনেটের সংশ্লিষ্ট কমিটি তাঁর নাম অনুমোদিত হয়েছে। ফলে এরিকের চূড়ান্ত মনোনয়নের সম্ভাবনা উজ্জ্বল বলে মনে করা হচ্ছে।

ইহুদি ধর্মাবলম্বী এই নেতা ডেমোক্র্যাটিক পার্টির অন্দরে ‘বাইডেনের ঘনিষ্ঠ’ বলেই পরিচিত। তবে তাঁর সঙ্গে বিরোধী রিপাবলিকান পার্টিরও সখ্য রয়েছে। সেনেটের বৈদেশিক সম্পর্ক বিষয়ক কমিটির দুই রিপাবলিকান সদস্যও ভারতের পরবর্তী রাষ্ট্রদূত হিসাবে লস অ্যাঞ্জেলেসের প্রাক্তন মেয়র এরিকের নাম সমর্থন করেছেন।

Advertisement

২০১৩ সাল থেকে ২০২২-এর ডিসেম্বর মাস পর্যন্ত টানা প্রায় এক দশক আমেরিকার দ্বিতীয় বৃহত্তম (জনসংখ্যার নিরিখে) শহর লস অ্যাঞ্জেলেসের মেয়র পদে ছিলেন এরিক। তাঁর জমানার নানা সামাজিক উন্নয়নমূলক কাজ প্রশংসিত হলেও নিজের দফতরের এক কর্মীকে যৌন হেনস্থা করার অভিযোগও উঠেছিল এরিকের বিরুদ্ধে। ভারতে আমেরিকার বর্তমান রাষ্ট্রদূত এ এলিজাবেথ জোনসের স্থলাভিষিক্ত হতে পারেন এরিক।

Advertisement
আরও পড়ুন