Bilawal Bhutto Zardari

কাশ্মীরে নারী নির্যাতন! রাষ্ট্রপুঞ্জে পাক বিদেশমন্ত্রীর অভিযোগকে ‘জবাবের অযোগ্য’ বলল ভারত

ঘটনাচক্রে গত কয়েক মাস ধরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ভারতের বিরুদ্ধে সুর চড়াচ্ছেন বিলাবল। এর আগে রাষ্ট্রপুঞ্জে ২০০২ সালের গোধরা পরবর্তী দাঙ্গার প্রসঙ্গ তুলেছিলেন তিনি।

Advertisement
সংবাদ সংস্থা
রাষ্ট্রপুঞ্জ শেষ আপডেট: ০৮ মার্চ ২০২৩ ১৫:২৬
In UNSC India slams Pakistan Foreign Minister Bilawal Bhutto Zardari’s remarks on Jammu and Kashmir

পাক বিদেশমন্ত্রী বিলাবল ভুট্টো এবং রাষ্ট্রপুঞ্জে ভারতের প্রতিনিধি রুচিরা কম্বোজ। ফাইল চিত্র।

কাশ্মীরের পরিস্থিতি নিয়ে রাষ্ট্রপুঞ্জে পাকিস্তানের বিদেশমন্ত্রী বিলাবল ভুট্টো জ়ারদারির অভিযোগকে নস্যাৎ করল নয়াদিল্লি। রাষ্ট্রপুঞ্জে ভারতের স্থায়ী প্রতিনিধি রুচিরা কম্বোজ বলেন, ‘‘পাক বিদেশমন্ত্রীর ঘৃণ্য, ভিত্তিহীন মন্তব্য জবাব দেওয়ারই যোগ্য নয়।’’

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে মঙ্গলবার রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদের ‘নারী, শান্তি ও নিরাপত্তা বিষয়ক বিতর্কে’ জম্মু ও কাশ্মীরের প্রসঙ্গ তুলে বিলাবল অভিযোগ করেছিলেন, ভারতের রাষ্ট্রযন্ত্র কাশ্মীরের মহিলাদের উপর নিপীড়ন চালাচ্ছে! তারই জবাবে রুচিরা বলেন, ‘‘পরিকল্পনা মাফিক বিদ্বেষ ছড়াতে চাইছে পাকিস্তান।’’

Advertisement

ঘটনাচক্রে গত কয়েক মাস ধরে ধারাবাহিক ভাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ভারতের বিরুদ্ধে সুর চড়াচ্ছেন বিলাবল। গত ডিসেম্বরে রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদের বৈঠকে ২০০২ সালের গোধরা পরবর্তী দাঙ্গার প্রসঙ্গ তুলে বিলাবল বলেছিলেন, ‘‘ওসামা বিন লাদেন নিহত হয়েছেন। কিন্তু গুজরাতের কসাই এখনও জীবিত। তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।’’ এর পরেই কূটনৈতিক স্তরে নয়াদিল্লি-ইসলামাবাদ উত্তেজনার পারদ চড়ে।

এর পর ফেব্রুয়ারিতে পাক সরকার আয়োজিত ‘কাশ্মীর সংহতি দিবস’ কর্মসূচিতে ভারতকে আক্রমণ করে বিলাবল বলেন, “কাশ্মীরিদের নিজভূমেই একঘরে করে দেওয়া হয়েছে। কাশ্মীর উপত্যকায় পরিকল্পনামাফিক অন্যান্য রাজ্যের বাসিন্দাদের বসতি স্থাপনের সুযোগ করে দিচ্ছে ভারত সরকার। এর ফলে কাশ্মীরের ভূমিপুত্রদের অধিকার খর্ব হচ্ছে।’’

আরও পড়ুন
Advertisement