প্রতিনিধিত্বমূলক ছবি।
আফগানিস্তান সীমান্তে পাক আধাসেনা ফ্রন্টিয়ার কোর এবং সশস্ত্র পুলিশবাহিনীর উপর ধারাবাহিক হামলা চালাল বিদ্রোহী গোষ্ঠী তেহরিক-ই-তালিবান পাকিস্তান (টিটিপি)। শুক্রবার বিকেল থেকে রাত পর্যন্ত চারটি হামলায় অন্তত পাঁচ জন নিরাপত্তাকর্মী নিহত হয়েছেন।
দক্ষিণ ওয়াজিরিস্তানে টহলদার বাহিনীর উপর হামলার পাশাপাশি সোয়াট জেলায় একটি থানায় বিস্ফোরণ ঘটিয়েছে টিটিপি যোদ্ধারা। অন্য দিকে, আফগান সীমান্ত ফ্রন্টিয়ার কোরের জওয়ানদের গুলিতে টিটিপির মদতপুষ্ট এক মাদক চোরাচালানকারী নিহত হয়েছেন বলে সরকারি সূত্রের দাবি।
২০২২ সালের নভেম্বরে পাকিস্তান সরকারের সঙ্গে শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পরে ‘যুদ্ধ’ ঘোষণা করেছিল টিটিপি। তার পর থেকে ধারাবাহিক ভাবে লড়াই শুরু হয়েছে। বিদ্রোহী ওই পাশতুন গোষ্ঠীর অভিযোগ ছিল, সংঘর্ষবিরতি ভেঙে পাক সেনা এবং ‘কাউন্টার টেররিজ়ম ডিপার্টমেন্ট’ (সিটিডি)-এর যৌথবাহিনী অভিযান শুরু করার ফলেই অশান্তি ছড়িয়েছে আফগানিস্তান সীমান্তবর্তী খাইবার-পাখতুনখোয়ায়। আমেরিকায় ড্রোন হামলায় নিহত জঙ্গিনেতা বায়তুল্লা মেহসুদ প্রতিষ্ঠিত এই গোষ্ঠী বরাবরই পাক সরকারের বিরোধী।
২০০৯ সালে টিটিপি-র বিরুদ্ধে ‘অপারেশন রাহ-ই-নিজত’ চালিয়েছিল পাক সেনা। কিন্তু টিটিপি-কে বাগে আনতে পারেনি। ২০১৪ সালে পেশোয়ারের একটি স্কুলে আত্মঘাতী হামলা চালিয়ে শতাধিক পড়ুয়াকে খুন করেছিলেন টিটিপি যোদ্ধারা। এর পর গত এক দশকে একাধিক বার করাচির নৌঘাঁটি-সহ পাক সশস্ত্র বাহিনীর বিভিন্ন শিবিরে ধারাবাহিক হামলা চালিয়েছে টিটিপি। সম্প্রতি বালোচিস্তানের স্বাধীনতাপন্থী সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী ‘বালোচ লিবারেশন আর্মি’ (বিএলএ)-র সঙ্গে টিটিপির কৌশলগত সমঝোতা হয়েছে বলে পাক সংবাদমাধ্যমের একাংশের দাবি।