‘বুরা না মানো হোলি হ্যায়’-এর ছুতোয় বিনা অনুমতিতে রং দেওয়ার নামে শরীরে হাত দেওয়া, জাপটে ধরা। এমনই শিউরে ওঠা অভিজ্ঞতা নিজের সমাজমাধ্যমে জানালেন বিদেশি পর্যটক। একা তিনি নন, হোলিতে রং দেওয়ার অছিলায় মহিলাদের সঙ্গে আপত্তিজনক আচরণে সরব অনেকেই। যদিও জোর করে রং দেওয়ার ক্ষেত্রে রয়েছে কড়া আইন। হোলিতে আপনার অভিজ্ঞতা কী?