Boeing Lay Off

বিশ্ব জুড়ে কর্মী সঙ্কোচনের জের, বেঙ্গালুরুর অফিস থেকে ১৮০ জনকে ছাঁটাই করল বোয়িং

বেঙ্গালুরুর ক্যাম্পাস থেকে ১৮০ জনকে ছাঁটাই করল বোয়িং। ডিসেম্বর প্রান্তিকে এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেয় মার্কিন বিমান নির্মাণকারী সংস্থা, বলছে পিটিআই।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৩ মার্চ ২০২৫ ১২:৫৭
Boeing

—প্রতীকী ছবি।

চলতি আর্থিক বছরের (পড়ুন ২০২৪-’২৫) একেবারে শেষে পৌঁছে ভারতে কর্মী ছাঁটাই করল মার্কিন উড়োজাহাজ নির্মাণকারী সংস্থা বোয়িং। সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, এর ফলে কাজ হারিয়েছেন ১৮০ জন। এরা সকলেই কর্নাটকের রাজধানী বেঙ্গালুরুর ইঞ্জিনিয়ারিং প্রযুক্তি কেন্দ্রে কর্মরত ছিলেন।

Advertisement

ভারতের বোয়িঙের মোট সাত হাজার কর্মী রয়েছে। গত বছরই বিশ্বব্যাপী ১০ শতাংশ কর্মীসংখ্যা হ্রাস করার কথা ঘোষণা করে এই মার্কিন বিমান সংস্থা। বেঙ্গালুরুর ছাঁটাই তারই অংশ বলে জানিয়েছে পিটিআই। সূত্রের খবর, এই আর্থিক বছরের (পড়ুন ২০২৪-’২৫) ডিসেম্বর প্রান্তিকে ১৮০ জন কর্মীকে বরখাস্ত করার ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেয় বোয়িং কর্তৃপক্ষ।

আমেরিকার উড়োজাহাজ নির্মাণকারী সংস্থাটির তরফে অবশ্য এ ব্যাপারে সরকারি ভাবে কোনও বিবৃতি দেওয়া হয়নি। একটি সূত্রকে উদ্ধৃত করে পিটিআই জানিয়েছে, এই ছাঁটাইয়ের ফলে বোয়িঙের গ্রাহক পরিষেবায় কোনও বিরূপ প্রভাব পড়বে না। কারণ সীমিত পদের কর্মীদেরই বরখাস্ত করা হয়েছে।

পিটিআইয়ের প্রতিবেদন অনুযায়ী, কর্মীহ্রাসের পর এ দেশে নতুন কিছু পদ তৈরি করেছে বোয়িং। পরিবর্তিত পরিস্থিতিতে ব্যবসা এগিয়ে নিয়ে যাওয়ার স্বার্থে সেগুলির জন্ম দেওয়া হয়েছে। তবে ভারতে মার্কিন বিমান সংস্থাটি আরও কর্মী ছাঁটাই করবে বলে সূত্র মারফত মিলেছে খবর।

বেঙ্গালুরুর পাশাপাশি তামিলনাড়ুর রাজধানী চেন্নাইয়ে রয়েছে ‘বোয়িং ইন্ডিয়া ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি সেন্টার’ বা বিআইইটিসি। মহাকাশ গবেষণা সংস্থা একাধিক প্রকল্পের সঙ্গে ওতপ্রোত ভাবে জড়িয়ে রয়েছে এই সংস্থা। তবে বেঙ্গালুরুর ক্যাম্পাসটি আমেরিকার বাইরে বিমান নির্মাণকারী সংস্থাটির বৃহত্তম লগ্নির জায়গা বলে জানা গিয়েছে।

বোয়িঙের ওয়েবসাইট অনুযায়ী, ভারতে সংস্থাটির মোট ১২৫ কোটি ডলার লগ্নি রয়েছে। বছরে ৩০০-র বেশি সরবরাহকারী নেটওয়ার্কের সঙ্গে জড়িত রয়েছেন তারা।

Advertisement
আরও পড়ুন