Tiger

বাড়ির শৌচাগারে ছিল ‘বাঘ’! পরের দিন দরজা খুলতেই বেরোল অন্য প্রাণী, হতবাক সকলে

বাঘের আতঙ্কে সারা রাত ঘুমোতে পারেননি ওই ব্যক্তি। আতঙ্ক ছড়িয়ে পড়ে আশপাশের এলাকাতেও। খবর দেওয়া হয় বন দফতরকে।

Advertisement
সংবাদ সংস্থা
ঢাকা শেষ আপডেট: ০৮ নভেম্বর ২০২২ ১২:৪৮
শৌচাগারের মধ্যে লুকিয়ে ছিল সেই ‘বাঘ’টি।

শৌচাগারের মধ্যে লুকিয়ে ছিল সেই ‘বাঘ’টি। প্রতীকী ছবি।

রাতে বাড়ির শৌচাগারে গিয়েছিলেন এক ব্যক্তি। দরজা ঠেলে শৌচাগারের মধ্যে ঢুকতেই আঁতকে উঠলেন তিনি। কোনও রকমে শৌচাগারের দরজা বন্ধ করে ছুট দিলেন তিনি। তার পর আর রাতে দু’চোখের পাতা এক করতে পারেননি ওই ব্যক্তি। এমনকি, আতঙ্কের জেরে সারা রাত না ঘুমিয়েই কাটান পরিবারের বাকি সদস্যরা।

কিন্তু কী এমন দেখলেন শৌচাগারে ওই ব্যক্তি? যার জন্য রাতের ঘুমের বারোটা বাজল তাঁর! সেখানে শুয়ে ছিল নাকি আস্ত একটি বাঘ! আর তা দেখেই ‘বাঘ, বাঘ’ বলে চিৎকার জুড়ে দেন তিনি। শৌচাগারের মধ্যে আস্ত বাঘ ঢুকল কী ভাবে! বাঘের আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা এলাকায়।

Advertisement

খবর দেওয়া হয়েছিল বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগকে। পরের দিন দুপুরে ওই ব্যক্তির বাড়িতে এসে শৌচাগারের দরজা খুলতেই লাফিয়ে পালাল সেই ‘বাঘ’। তবে সে আক্রমণ করেনি। বরং সারা রাত শৌচাগারের মধ্যে বন্দি থাকার পর মুক্তির আনন্দে দৌড় দিয়েছে। বাঘ বেরোল, আর কাউকে কিছু করল না? এমনও হয়!

হ্যাঁ, হয়। কারণ আসলে এটি তো বাঘ নয়। শৌচাগারের মধ্যে বাঘের মতো দেখতে যে প্রাণীটি শুয়ে ছিল, সেটি আসলে বাঘরোল। রাতের বেলায় বাঘের মতো দেখতে পেয়ে বাঘরোলকেই ‘বাঘ’ ভেবে আতঙ্কিত হয়ে পড়েছিলেন ওই ব্যক্তি। বাংলাদেশের সংবাদমাধ্যম প্রথম আলো সূত্রে জানা গিয়েছে, গত রবিবার এই ঘটনাটি ঘটেছে মৌলভীবাজারের রাজনগর উপজেলার টেংরা ইউনিয়নের রামভদ্রপুর গ্রামে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
আরও পড়ুন
Advertisement