Arrest

ভিক্ষুককে মার, ধৃত যুবক

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আনোয়ারা বিবি নামে ওই ভিক্ষুকের কাছ থেকে বৃহস্পতিবার রাতে রুপোর দুল ছিনিয়ে নেয় মিলন শেখ নামে নামে এক যুবক।

Advertisement
নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ১৮ নভেম্বর ২০২৪ ০৯:২৭
অভিযুক্তকে গ্রেফতার করল হাড়োয়া থানার পুলিশ।

অভিযুক্তকে গ্রেফতার করল হাড়োয়া থানার পুলিশ। — প্রতীকী চিত্র।

অমানবিক ভাবে এক ভিক্ষুককে মারধরের ঘটনায় অভিযুক্তকে গ্রেফতার করল হাড়োয়া থানার পুলিশ। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আনোয়ারা বিবি নামে ওই ভিক্ষুকের কাছ থেকে বৃহস্পতিবার রাতে রুপোর দুল ছিনিয়ে নেয় মিলন শেখ নামে নামে এক যুবক। গয়না ফেরত চেয়ে শুক্রবার আনোয়ারা গিয়েছিলেন তার কাছে। অভিযোগ, মিলন লাঠি পেটা করে আনোয়ারাকে। মাটিতে ফেলে বেধড়ক মারধর করে। প্রতিবেশীরা গিয়ে তাঁকে উদ্ধার করে হাসপাতালে পাঠান। ঘটনার ভিডিয়ো রেকর্ড হয়েছিল সি সি ক্যামেরায়। খবর পেয়ে সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখে ওই যুবককে রবিবার সকালে গ্রেফতার করে পুলিশ। খুনের চেষ্টার মামলা রুজু করা হয়েছে। ঘটনার নিন্দা করে মানবাধিকার কমিশনের কর্মী সালাউদ্দিন মোল্লা বলেন, ‘‘আমরা ওই ভিক্ষুকের চিকিৎসার ব্যবস্থা করেছি। যাতে অভিযুক্তের কঠোর সাজা হয়, সে জন্য পুলিশের কাছে অনুরোধ করা হয়েছে।’’

Advertisement
Advertisement
আরও পড়ুন