হোয়াইট হাউস থেকে বিদায়ের মুহূর্তে ডোনাল্ড ট্রাম্প। ছবি: টুইটার থেকে নেওয়া।
আমেরিকার প্রেসিডেন্ট পদে তাঁর উত্তরসূরি জো বাইডেনকে নাম না করে শুভকামনা জানিয়ে হোয়াইট হাউস থেকে বিদায় নিলেন ডোনাল্ড ট্রাম্প। বুধবার শেষ বারের মতো প্রেসিডেন্টের সরকারি বাসভবন ছাড়ার আগে ট্রাম্প বলেন, ‘‘আমি ওঁকে শুভকামনা জানাচ্ছি।’’
আমেরিকার বিদায়ী প্রেসিডেন্ট বলেন, ‘‘দেশে নতুন একটি সরকার অধিষ্ঠিত হতে চলেছে। নিরাপদ ও সমৃদ্ধ আমেরিকা গড়ার লক্ষ্যে আমি সেই সরকারের সাফল্য কামনা করছি।’’
তবে পূর্বাভাস মতোই বাইডেনের শপথে গরহাজির থাকছেন ট্রাম্প। হোয়াইট হাউসে বিদায় পর্বের সংক্ষিপ্ত অনুষ্ঠানের পরে লাগোয়া হেলিপ্যাড থেকে কপ্টারে ওয়াশিংটনের সামরিক বিমানঘাঁটি অ্যান্ড্রুজে পৌঁছন তিনি। সঙ্গে ছিলেন বিদায়ী ফার্স্ট লেডি মেলানিয়া। সেখান থেকে শেষ বারের মতো আমেরিকার প্রেসিডেন্টের সরকারি বিমানবহর ‘এয়ার ফোর্স ওয়ান’-এ চড়ে ফ্লোরিডার উদ্দেশ্যে রওনা দেন তাঁরা।