ভদোদরায় প্রাক্তন বিজেপি কাউন্সিলরের ছেলেকে কুপিয়ে খুনের অভিযোগ। —প্রতিনিধিত্বমূলক চিত্র।
গুজরাতের বরোদায় প্রাক্তন এক বিজেপি কাউন্সিলরের ছেলেকে কুপিয়ে খুনের অভিযোগ উঠল। পুলিশ সূত্রে জানা গিয়েছে, সোমবার ভোরে হাসপাতালে ঢুকে তপন পরমার নামে ওই যুবককে খুন করেছে আট জনের একটি দল। এই ঘটনায় মূল অভিযুক্ত বাবর পাঠান এবং তাঁর চার সঙ্গীকে গ্রেফতার করেছে পুলিশ। এখনও অধরা তিন অভিযুক্ত।
পুলিশ জানিয়েছে, বরোদা পুরসভার একটি ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর রমেশ পরমারের ছেলে তপন হাসপাতালে এক বন্ধুর সঙ্গে দেখা করতে এসেছিলেন। অভিযুক্তের সঙ্গে মারামারিতে আহত হয়েছিলেন সেই বন্ধু। অভিযোগ, সে সময় তপনকে কোপ মারেন অভিযুক্তেরা। তপন নাগারওয়াড়ার বাসিন্দা। অভিযুক্ত পাঠানও ওই এলাকাতেই থাকেন।
রবিবার রাত সাড়ে ৯টা নাগাদ তপন জানতে পারেন, তাঁর বন্ধু দিব্যাঙ্গ পরমার এবং ভাই বিক্রম পরমারের সঙ্গে মারামারি হয়েছে পাঠানের। ওই দু’জনকে ছুরি দিয়ে আঘাতের অভিযোগ উঠেছে পাঠানের বিরুদ্ধে। থানায় এই নিয়ে এফআইআরও দায়ের করা হয়। আহত হয়ে দু’জন হাসাপাতালে ভর্তি হন। সেখানে তাঁদের দেখতে গিয়েছিলেন তপন। প্রত্যক্ষদর্শীরা দাবি করেছেন, হাসপাতালের ক্যান্টিনে বসে চা খাচ্ছিলেন তপন। সেই সময় সেখানে প্রবেশ করে তাঁকে কোপাতে থাকেন পাঠান এবং তাঁর সঙ্গীরা। সঙ্গে সঙ্গে তপনকে হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়। যদিও তাঁকে বাঁচানো যায়নি। ঘটনাস্থল থেকে অভিযুক্তদের ধরে ফেলে পুলিশ। যদিও তিন জন পালিয়ে যান। তাঁদের খোঁজ করছে পুলিশ।