দেশের গুপ্তচর সংস্থা মোসাদের প্রধান ডেভিড বার্নিয়া-কে কাতারে পাঠাচ্ছেন ইজ়রায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। —ফাইল চিত্র।
শান্তি বৈঠকে অংশ নিতে দেশের গুপ্তচর সংস্থা মোসাদের প্রধান ডেভিড বার্নিয়া-কে কাতারে পাঠাচ্ছেন ইজ়রায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। শনিবার প্রধানমন্ত্রীর দফতর থেকে এ কথা জানানো হয়েছে। কাতারের রাজধানী দোহায় ইজ়রায়েল ও হামাসের মধ্যে সম্ভাব্য যুদ্ধবিরতি নিয়ে আলোচনা চলছে। মধ্যস্থতাকারী হিসেবে থাকছেন আমেরিকা, মিশর ও কাতারের প্রতিনিধিরা।
আজ নেতানিয়াহুর সঙ্গে বৈঠক করেছেন আমেরিকার সদ্য নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মনোনীত পশ্চিম এশিয়ার দূত স্টিভ উইটকফ। তার আগে দোহায় গিয়ে তিনি শান্তি বৈঠকের অংশগ্রহণকারীদের সঙ্গেও কথা বলেছেন। নেতানিয়াহু-উইটকফ বৈঠকে গাজ়ায় ইজ়রায়েলি অস্ত্রসংবরণ ও পণবন্দিদের মুক্তির বিষয়ে আলোচনা হয়েছে।
তবে গাজ়ায় মৃত্যুমিছিল থামতে দিচ্ছে না ইজ়রায়েল। এ বারে তাদের হামলায় গত ৪৮ ঘণ্টায় নিহত হয়েছেন অন্তত ৩২ জন প্যালেস্টাইনি। যাঁদের বেশির ভাগই শিশু ও মহিলা। ২০২৩-এর অক্টোবর থেকে শুরু হওয়া এই হামলায় মূলত মহিলা ও শিশুদেরই নিশানা করছে ইজ়রায়েল। গাজ়ার অসামরিক প্রতিরক্ষা বাহিনীর এক মুখপাত্রের দাবি, গাজ়ার সাধারণ নাগরিক এবং স্বাস্থ্যকর্মীদের লাগাতার হত্যা করছে ইজ়রায়েল। তাদের লাগাতার হামলায় এ পর্যন্ত ৪৬ হাজার ৫৩৭ জন প্যালেস্টাইনি নিহত হয়েছেন বলে সেখানকার স্বাস্থ্য মন্ত্রক দাবি করলেও একদল গবেষকের দাবি, গাজ়ায় মৃতের সংখ্যা বহু গুণ বেশি। এই হিসেবে মৃতের সংখ্যা অন্তত ৪১ শতাংশ বেশি বলে দাবি করা হয়েছে ‘দ্য ল্যানসেট’ পত্রিকায় প্রকাশিত ওই রিপোর্টে। দাবি করা হয়েছে, গাজ়ায় ‘ট্রম্যাটিক ইনজুরি ডেথ’ অর্থাৎ গুরুতর আঘাতের কারণে গত দেড় বছরে মৃত্যু হয়েছে অন্তত ৬৪ হাজার ২৬০ জনের।