COVID-19

কোভিডের চিকিৎসায় আইভারমেক্টিন ব্যবহারে সতর্ক করল হু, এই নিয়ে দ্বিতীয় বার

যদিও গত মাসে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক জ্বর কমানোর জন্য আইভারমেক্টিন ব্যবহারে অনুমতি দিয়েছে। এই ওষুধ ব্যবহারে অনুমতি দিয়েছে গোয়াও।

Advertisement
সংবাদ সংস্থা
জেনেভা শেষ আপডেট: ১১ মে ২০২১ ১৩:৩১

ফাইল চিত্র।

করোনা আক্রান্ত রোগীদের চিকিৎসায় আইভারমেক্টিন ওষুধ ট্রায়াল ছাড়া কোনও ভাবেই ব্যবহার করা উচিত নয় বলেই জানাল বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)। এই নিয়ে দু’মাসে দ্বিতীয় বার ট্রায়াল ছাড়া এই ওষুধ ব্যবহারে সতর্ক করল হু।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান বিজ্ঞানী সৌম্যা স্বামীনাথন এই কথা টুইট করে জানান। টুইট তিনি লেখেন, ‘কোনও একটি ওষুধ ব্যবহার করার ক্ষেত্রে সেটি কতটা সুরক্ষিত ও তার কার্যকারিতা সব চেয়ে বেশি গুরুত্বপূর্ণ। ট্রায়াল ছাড়া অন্য ক্ষেত্রে আইভারমেক্টিন ব্যবহারে সতর্ক করছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা’।

Advertisement

অনেকটা একই ধরনের সতর্কবার্তা দিয়েছে জার্মানির ওষুধ প্রস্তুতকারক সংস্থা মার্ক। তারা একটি বিবৃতিতে জানিয়েছে, ‘এখনও পর্যন্ত আমাদের গবেষণায় এমন কোনও তথ্য সামনে আসেনি যেটা থেকে আমরা বলতে পারি করোনা রোগীদের চিকিৎসায় আইভারমেক্টিন ব্যবহার করা কার্যকরী। তা ছাড়া এই ওষুধ ব্যবহারের একটা ক্ষতিকারক দিকও উঠে এসেছে গবেষণায়। তাই এই ওষুধ ব্যবহার না করার পরামর্শ দেওয়া হচ্ছে’। নিজের টুইটের সঙ্গে মার্কের এই বিবৃতিও তুলে ধরেন সৌম্যা।

এর আগে মার্চ মাসে বিশ্ব স্বাস্থ্য সংস্থার তরফে জানানো হয়েছিল, ‘করোনা রোগীদের আইভারমেক্টিন দেওয়া হলে তার কোনও সুফল হবে কি না, সেই সংক্রান্ত কোনও তথ্য এখনও আমাদের সামনে উঠে আসেনি। তাই এই ওষুধ ব্যবহার না করার পরামর্শ দিচ্ছে সংস্থা’।

যদিও গত মাসে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক জ্বর কমানোর জন্য আইভারমেক্টিন ব্যবহার করার অনুমতি দিয়েছে। আক্রান্তদের চিকিৎসার ক্ষেত্রে এই ওষুধ ব্যবহারে অনুমতি দিয়েছে গোয়া সরকারও। তার মধ্যেই বিশ্ব স্বাস্থ্য সংস্থার এই নির্দেশিকা আইভারমেক্টিন ব্যবহার নিয়ে প্রশ্ন তুলে দিল।

আরও পড়ুন
Advertisement