Ration Card

মৃতার রেশনে ‘পেট ভরছে’ ডিলারের স্ত্রীর! পরিচয় ভাঁড়ানোর অভিযোগকে কেন্দ্র করে হট্টগোল তেহট্টে

প্রায় তিন মাস ধরে মৃত মহিলার রেশন কার্ড ব্যবহার করে রেশন সামগ্রী তোলার অভিযোগ ডিলারের স্ত্রীর বিরুদ্ধে। অভিযোগ তুলেছেন তেহট্টের ফতাইপুর গ্রামের মৃতা আনোয়ারার ছেলে রহমান মণ্ডল।

Advertisement
আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
শেষ আপডেট: ২০ নভেম্বর ২০২৪ ০২:১২
মৃত মহিলার রেশন কার্ড ব্যবহার করে রেশন সামগ্রী তোলার অভিযোগ ডিলারের স্ত্রীর বিরুদ্ধে।

মৃত মহিলার রেশন কার্ড ব্যবহার করে রেশন সামগ্রী তোলার অভিযোগ ডিলারের স্ত্রীর বিরুদ্ধে। —প্রতিনিধিত্বমূলক ছবি।

আনোয়ারা বেওয়ার মৃত্যুর পরে তাঁর অন্ত্যোদয় রেশন কার্ড বাতিল করার জন্য জমা দিয়েছিল মৃতার পরিবার। তবে দেখা যায় ওই কার্ডে নিয়মিত রেশন সামগ্রী উঠতেই থাকে। আর তা নাকি তুলছেন খোদ মৃতার মেয়ে! তবে এই নামে আনোয়ারার কোনও মেয়ে আছেন বলে জানেন না মৃতার ছেলেই। অবশেষে জানা গেল, পরিচয় ভাঁড়িয়েছেন রেশন ডিলারের স্ত্রী। এমনই অভিযোগ উঠল নদিয়ার তেহট্টে।

Advertisement

প্রায় তিন মাস ধরে মৃত মহিলার রেশন কার্ড ব্যবহার করে রেশন সামগ্রী তোলার অভিযোগ ডিলারের স্ত্রীর বিরুদ্ধে। অভিযোগ তুলেছেন তেহট্টের ফতাইপুর গ্রামের মৃতা আনোয়ারার ছেলে রহমান মণ্ডল। বিষয়টি তিনি লিখিত ভাবে মহকুমা খাদ্য নিয়ামক, মহকুমাশাসক-সহ একাধিক দফতরেও জানিয়েছেন। ইতিমধ্যেই খাদ্য দফতর তদন্তের আশ্বাস দিয়েছে।

রহমানের অভিযোগ, তাঁর মা আনোয়ারা চলতি বছর ২২ জুলাই মারা গিয়েছেন। ওই মাসের ২৬ তারিখে অন্ত্যোদয় রেশন কার্ড বাতিল করার জন্য তেহট্ট-১ ব্লকের খাদ্য দফতরে জমাও দেওয়া হয়। সেই কার্ড বাতিল করার কথা বলে খাদ্য দফতর। তবে মাস দুয়েক পরে দেখা যায়, ওই কার্ডের নম্বর বদল হয়ে এলাকার রেশন ডিলার অসিত কুমার বিশ্বাসের স্ত্রী সোমা বিশ্বাস ভৌমিকের নামে হয়ে গিয়েছে। কার্ডে দেখানো হয়েছে আনোয়ারার মেয়ে সোমা। তবে এই নামে আনোয়ারের কোনও মেয়ে আছে বলে জানা নেই। ঘটনাটি নজরে আসতেই বিভিন্ন দফতরে লিখিত অভিযোগ জানান রহমান।

এই বিষয়ে ডিলার বলেন, ‘‘যা দেখার খাদ্য দফতর দেখবে, আমার কিছু বলার নেই।’’ মহকুমাশাসক অনন্যা সিংহ বলেন, ‘‘বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।’’ খাদ্য দফতর সূত্রে জানা গিয়েছে, অন্ত্যোদয় কার্ড বাতিল হলে ঊর্ধ্বতন কর্তাদের সিদ্ধান্ত অনুযায়ী তা অন্য জনকে দেওয়া হয়। তবে, এক জন রেশন ডিলারের স্ত্রী এই অন্ত্যোদয় কার্ড পাওয়ার যোগ্য নন।

Advertisement
আরও পড়ুন