Sri Lanka

Chinese ship: ভারতের আপত্তি উড়িয়ে মঙ্গল-সকালে শ্রীলঙ্কার বন্দরে নোঙর করল চিনা জাহাজ ইয়ুয়ান ওয়াং-৫

শ্রীলঙ্কার হামবানটোটা বন্দরে নোঙর করেছে চিনের ‘বিতর্কিত’ জাহাজ ‘ইয়ুয়ান ওয়াং-৫’। এই জাহাজে দু’হাজার নাবিক রয়েছেন।

Advertisement
সংবাদ সংস্থা
কলম্বো শেষ আপডেট: ১৬ অগস্ট ২০২২ ০৮:৫১
শ্রীলঙ্কার বন্দরে নোঙর করল চিনা জাহাজ।

শ্রীলঙ্কার বন্দরে নোঙর করল চিনা জাহাজ। ছবি রয়টার্স।

দীর্ঘ টালবাহানার পর মঙ্গলবার সকালে শ্রীলঙ্কার হামবানটোটা বন্দরে নোঙর করল চিনের বিতর্কিত জাহাজ ‘ইয়ুয়ান ওয়াং-৫’।

বস্তুত, শ্রীলঙ্কার হামবানটোটা বন্দরে চিনা জাহাজের নোঙর করা নিয়ে গত কয়েক দিনে আন্তর্জাতিক মহলে বেশ চর্চা চলেছে। এই জাহাজকে গবেষণা ও সমীক্ষার কাজে ব্যবহার করা হয় বলে দাবি করা হলেও আদতে এর মাধ্যমে নজরদারির কাজ চালানো হয় বলে অভিযোগ উঠেছে নানা মহলে। শ্রীলঙ্কার বন্দরে এই জাহাজের নোঙর করা নিয়ে প্রথম থেকেই আপত্তি জানিয়ে এসেছে ভারত। সংশয় প্রকাশ করেছে আমেরিকাও। ভারত ও আমেরিকার উদ্বেগর জেরে চিনা জাহাজে প্রবেশের বিষয়ে দোটানায় ছিল দ্বীপরাষ্ট্র। সে কারণে প্রথমে এই জাহাজের প্রবেশে সায় দেয়নি কলম্বো। কিন্তু পরে নিজেদের মত বদলায় তারা।

Advertisement

দ্বীপরাষ্ট্রে জাহাজ নোঙর করাতে শ্রীলঙ্কার সঙ্গে ঠিক কী আলোচনা হয়েছে? কী ভাবে রাজি হল কলম্বো? এ নিয়ে অবশ্য মুখে কুলুপ শি জিনপিংয়ের সরকারের।এই প্রসঙ্গে চিনা বিদেশমন্ত্রকের মুখপাত্র ওয়াং ওয়েনবিন শুধু বলেছেন, ‘‘ইয়ুয়ান ওয়াং-৫ (চিনা জাহাজের নাম) জাহাজকে তাদের বন্দরে নোঙর করার ছাড়পত্র দিয়েছে শ্রীলঙ্কা।’’

ভারতের তরফে জানানো হয়েছে, গোটা পরিস্থিতির উপর তারা নজর রাখছে।

আরও পড়ুন
Advertisement