Rishi Sunak

‘আরও সক্রিয় হন’, হাসপাতাল পরিদর্শনে গিয়ে রোগিণীর কড়া প্রশ্নের মুখে ঋষি সুনক

কিছু দিন ধরেই ব্রিটেনের নার্সরা বেতন নিয়ে অভিযোগ জানাচ্ছেন। সে দেশের হাসপাতালগুলির প্রায় ৩ লক্ষ নার্সের অভিযোগ, কাজ অনুযায়ী তাঁদের বেতন দেওয়া হয় না।

Advertisement
সংবাদ সংস্থা
শেষ আপডেট: ২৯ অক্টোবর ২০২২ ১২:৪২
লন্ডনের হাসপাতালে চিকিৎসাধীন সেই বৃদ্ধার সঙ্গে ঋষি।

লন্ডনের হাসপাতালে চিকিৎসাধীন সেই বৃদ্ধার সঙ্গে ঋষি। ছবি: রয়টার্স।

দেশের স্বাস্থ্য পরিষেবার হাল ফেরানোর জন্য ব্রিটেনের নয়া প্রধানমন্ত্রী ঋষি সুনককে আরও সক্রিয় হওয়ার ‘পরামর্শ’ দিলেন লন্ডনের একটি হাসপাতালে চিকিৎসাধীন এক বৃদ্ধা। পাশাপাশি, বেতন বিভ্রাট নিয়ে নার্সদের একাংশও ঋষির কাছে অভিযোগ জানান।

সংবাদ সংস্থা রয়টার্স জানাচ্ছে, শুক্রবার দক্ষিণ লন্ডনের ক্রায়োডন হাসপাতাল পরিদর্শনে গিয়েছিলেন ঋষি। সে সময় ওই বৃদ্ধার বেডের সামনে গিয়ে তিনি জানতে চান নার্স ও হাসপাতালের কর্মীরা ঠিক ভাবে তাঁর দেখাশোনা করছে কি না। জবাবে ওই রোগিণী বলেন, ‘‘ওঁরা সব সময়ই ভাল ভাবে কাজ করেন। দুর্ভাগ্যজনক ভাবে আপনারা ওঁদের ঠিক ভাবে বেতন দেন না।’’

Advertisement

জবাবে ঋষি বলেন, ‘‘আমি চেষ্টা করব।’’ এর পর ক্ষুব্ধ স্বরে ওই বৃদ্ধা ব্রিটিশ প্রধানমন্ত্রীকে বলেন, ‘‘না, আপনারা ঠিকমতো চেষ্টা করছেন না। আরও সক্রিয় হতে হবে।’’ ঋষি এ বার জবাব দেন, ‘‘ঠিক আছে, তাই হবে।’’ প্রসঙ্গত, কিছু দিন ধরেই ব্রিটেনের নার্সরা বেতন নিয়ে অভিযোগ জানাচ্ছেন। সে দেশের হাসপাতালগুলির প্রায় ৩ লক্ষ নার্সের অভিযোগ, কাজ অনুযায়ী তাঁদের বেতন দেওয়া হয় না।

Advertisement
আরও পড়ুন