Khyber Pakhtunkhwa

পাক সেনাশিবিরে ফিদায়েঁ হামলা তালিবানের, জোড়া বিস্ফোরণে নিহত ন’জন জওয়ান, আহত ৩৫

পাক সংবাদমাধ্যম দ্য ডন জানাচ্ছে বান্নু ক্যান্টনমেন্টে ইফতার শেষের পরেই হামলা চালান দুই মানববোমা। বিস্ফোরক বোঝাই গাড়ি নিয়ে প্রাচীর ভেঙে ঢুকে পড়েন তাঁরা। এর পরেই প্রবল বিস্ফোরণ ঘটে।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ০৪ মার্চ ২০২৫ ২৩:১২
পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের আর এক অংশ বান্নুতে হামলা চালালেন বিদ্রোহীরা।

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের আর এক অংশ বান্নুতে হামলা চালালেন বিদ্রোহীরা। ছবি: এক্স।

আফগানিস্তান সীমান্তবর্তী উত্তর ওয়াজিরিস্তানে সংঘর্ষের মধ্যেই পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের আর এক অংশ বান্নুতে হামলা চালালেন বিদ্রোহীরা। তেহরিক-ই-তালিবান পাকিস্তান (টিটিপি) এবং জইস-উল ফুরসানের যৌথবাহিনী সেখানকার সেনাশিবিরে মঙ্গলবার রাতে দু’টি শক্তিশালী বিস্ফোরণ ঘটিয়েছে বলে সে দেশের সংবাদমাধ্যম জানিয়েছে। এই হামলায় মৃত্যু হয়েছে অন্তত ন’জনের। গুরুতর আহতের সংখ্যা ২৫।

Advertisement

পাক সংবাদমাধ্যম দ্য ডন জানাচ্ছে বান্নু ক্যান্টনমেন্টে ইফতার শেষের পরেই হামলা চালান দুই মানববোমা। বিস্ফোরক বোঝাই গাড়ি নিয়ে প্রাচীর ভেঙে ঢুকে পড়েন তাঁরা। এর পরেই প্রবল বিস্ফোরণ ঘটে। এর পাশাপাশি আরও কয়েক জন সশস্ত্র বিদ্রোহী গুলি ছুড়তে ছুড়তে সেনানিবাসে ঢুকে পড়েন। তাঁদের সঙ্গে সেনার গুলির লড়াই শুরু হয়। গত জুলাইয়েও ওই সেনাশিবিরে হামলা চালিয়েছিল টিটিপি বাহিনী।

প্রসঙ্গত, গত সপ্তাহে পাক সেনার অভিযানে এক টিটিপি কম্যান্ডারের মৃত্যুর পরে নতুন করে অশান্ত হয়েছে খাইবার পাখতুনখোয়া। সোমবার রাত থেকে পাক-আফগান সীমান্তে তালিবানের সঙ্গে পাকিস্তানি সেনার দফায় দফায় গুলির লড়াই চলছে। পাক সেনার জনসংযোগ বিভাগ (আইএসপিআর) জানিয়েছে, এখনও পর্যন্ত খাইবার পাখতুনখোয়া প্রদেশে ওই সংঘর্ষে চার জওয়ান নিহত হয়েছেন। মৃত্যু হয়েছে অন্তত ১৩ জন তালিবানের। উত্তর ওয়াজিরিস্তান জেলার সীমান্তবর্তী এলাকা টিটিপি বাহিনী সোমবার রাতে একযোগে স্পালগা, গোশ, টাপি, বারওয়ানা, পিপানা লোয়ার এবং পিপানা টপের ছ’টি সীমান্তবর্তী নিরাপত্তা চৌকিতে হামলা চালায় বলে প্রকাশিত খবরে দাবি।

ঘটনার জেরে মঙ্গলবার সকাল থেকেই পাক-আফগান সীমান্ত জুড়ে জোরদার অভিযান শুরু করেছে পাক ফৌজ এবং আধাসেনা ফ্রন্টিয়ার কোর। এর ফলে সীমান্তে উত্তেজনা তৈরি হয়েছে। আফগানিস্তানের শাসক তালিবানের যোদ্ধারাও সম্ভাব্য পাক হামলা রুখতে সীমান্ত এলাকার সামরিক দৃষ্টিতে গুরুত্বপূর্ণ এলাকাগুলিতে জড়ো হয়েছেন। ফলে সীমান্তে তৈরি হয়েছে উত্তেজনা। তারই মধ্যে হামলা হল বান্নুর সেনাশিবিরে। আফগান তালিবানের একাংশ টিটিপিকে মদত দিচ্ছে বলে অভিযোগ পাক সেনার।

প্রসঙ্গত, ২০২২ সালের নভেম্বরে পাকিস্তান সরকারের সঙ্গে শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পরে ‘যুদ্ধ’ ঘোষণা করেছিল টিটিপি। বিদ্রোহী ওই পাশতুন গোষ্ঠীর অভিযোগ ছিল, সংঘর্ষবিরতি ভেঙে পাক সেনা এবং ‘কাউন্টার টেররিজ়ম ডিপার্টমেন্ট’ (সিটিডি)-এর যৌথবাহিনী অভিযান শুরু করার ফলেই অশান্তি ছড়িয়েছে খাইবার-পাখতুনখোয়ায়। আমেরিকায় ড্রোন হামলায় নিহত জঙ্গিনেতা বায়তুল্লা মেহসুদ প্রতিষ্ঠিত এই গোষ্ঠী বরাবরই পাক সরকারের বিরোধী। ২০১৪ সালে পেশোয়ারের একটি স্কুলে আত্মঘাতী হামলা চালিয়ে শতাধিক পড়ুয়াকে খুন করেছিল টিটিপি যোদ্ধারা। তার পর একাধিক অভিযান চালিয়েও তাদের বাগে আনতে পারেনি পাক সেনা।

Advertisement
আরও পড়ুন