Bangladesh

Sheikh Hasina: অন্যের ধর্মকে আঘাত দিতে গিয়ে হেয় করা হয়েছে নিজের ধর্মকে, কুমিল্লা প্রসঙ্গে হাসিনা

কুমিল্লা মহানগর আওয়ামি লিগের একটি দফতরের উদ্বোধন কর্মসূচিতে ভার্চুয়াল বক্তৃতায় হাসিনা বলেন, অন্য ধর্মকে অবমাননার শিক্ষা ইসলাম দেয় না।

Advertisement
সংবাদ সংস্থা
ঢাকা শেষ আপডেট: ২১ অক্টোবর ২০২১ ২০:১৬
শেখ হাসিনা।

শেখ হাসিনা। ফাইল চিত্র।

কুমিল্লা-কাণ্ড এবং তার পরবর্তী অশান্তির কড়া নিন্দা করলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার তিনি বলেন, ‘‘এর ফলে শুধু অন্যের ধর্মকে অসম্মান নয়, নিজ ধর্মকেও হেয় করা হয়েছে।’’

কুমিল্লার ঘটনা এবং তার পরবর্তী হিংসাপর্বের উপযুক্ত বিচারের আশ্বাসও দিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। কুমিল্লা মহানগর আওয়ামি লিগের একটি দফতরের উদ্বোধন কর্মসূচিতে ভার্চুয়াল বক্তৃতায় তিনি বলেন, ‘‘অন্য ধর্মকে অবমাননার শিক্ষা ইসলাম দেয় না। কুমিল্লার ঘটনা বিশ্লেষণ করলে আমরা দেখতে পাব, পবিত্র কোরান শরিফকে অবমাননা করেছে, অন্যের ধর্মকে অবমাননা করতে গিয়ে।’’

সাম্প্রতিক হিংসার ঘটনায় ক্ষতিগ্রস্ত হিন্দু পরিবারগুলিকে উপযুক্ত সরকারি সাহায্যেরও আশ্বাস দেন হাসিনা। তিনি বলেন, ‘‘বাংলাদেশের সংবিধানের চেতনা অসাম্প্রদায়িক। এখানে সকলে স্বাধীন ভাবে নিজেদের ধর্ম পালন করতে পারবে।’’

Advertisement

প্রসঙ্গত, ইতিমধ্যেই সিসিটিভি ফুটেজ দেখে কুমিল্লার ঘটনায় দোষী ইকবাল হোসেনকে চিহ্নিত করেছে পুলিশ। ফুটেজে দেখা গিয়েছে, গভীর রাতে স্থানীয় একটি মাজার থেকে পবিত্র কোরান নিয়ে গিয়ে দুর্গামণ্ডপে রেখেছিল কুমিল্লার সুজানগরের বাসিন্দা ইকবাল।’’ তবে এখনও পলাতক ইকবালকে গ্রেফতার করা যায়নি। পুলিশের তরফে জানানো হয়েছে, শীঘ্রই তাকে গ্রেফতার করা সম্ভব হবে। বৃহস্পতিবার সংবাদমাধ্যমকে ইকবালের মা বলেন, ‘‘ছেলের আচরণে আমরা লজ্জিত।’’

Advertisement
আরও পড়ুন