সড়ক দুর্ঘটনায় মৃত চার জন। —প্রতিনিধিত্বমূলক চিত্র।
ছত্তীসগঢ়ের বস্তার জেলায় উল্টে গেল ছোট ট্রাক। প্রাণ হারালেন তাতে সওয়ার চার জন। নিহতদের মধ্যে তিন জন মহিলা। শনিবারের এই দুর্ঘটনায় আহত হয়েছেন ৩০ জন।
পুলিশ জানিয়েছে, প্রতি শনিবার বস্তার জেলায় সাপ্তাহিক বাজার বসে। সেখানে থেকে মালপত্র নিয়ে ছোট ট্রাকে চেপে কোলেঙ্গ গ্রামে ফিরছিলেন প্রায় ৩৫ জন। চন্দামেটা গ্রামের কাছে উল্টে যায় ট্রাকটি। পুলিশ প্রাথমিক তদন্তে জানতে পেরেছে, গাড়ি চালানোর সময় আচমকাই চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। তার জেরে ট্রাকটি উল্টে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় চার জনের।
এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, দুর্ঘটনায় ৩০ জন আহত হয়েছেন। কয়েক জনকে কোলেঙ্গের প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করানো হয়েছে। বাকিদের দারভার হাসপাতালে ভর্তি করানো হয়েছে। পুলিশ মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে। কী ভাবে উল্টে গেল ট্রাক, তা খতিয়ে দেখা হচ্ছে।