শেখ হাসিনা। —ফাইল চিত্র।
জমি দুর্নীতি সংক্রান্ত আরও তিনটি পৃথক মামলায় ফের উঠে এল বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম। রবিবার হাসিনা-সহ মোট ৫৩ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে ঢাকার একটি আদালত। ৫৩ জনের তালিকায় রয়েছেন হাসিনার বোন শেখ রেহানা, রেহানার কন্যা টিউলিপ সিদ্দিক এবং পুত্র রাদওয়ান মুজিবও। জমি দুর্নীতির অভিযোগে হাসিনাদের বিরুদ্ধে মামলাগুলি দায়ের করেছিল বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন (দুদক)।
এর আগে এই সংক্রান্ত পৃথক একটি মামলায় হাসিনা, তাঁর কন্যা সাইমা ওয়াজ়েদ পুতুল-সহ মোট ১৯ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছিল আদালত। অভিযোগ, অভিযুক্তেরা ঢাকার উপকণ্ঠে বসবাসযোগ্য জমি কৌশলে এবং প্রতারণামূলক পরিকল্পনার মাধ্যমে আত্মসাৎ করেছিলেন। সেই মামলা চলছিল ঢাকার আদালতে। বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন আদালতে এই সংক্রান্ত চার্জশিট জমা দিয়েছে। তা গ্রহণ করার পরেই বিচারক গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন।
সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, ঢাকার উপকণ্ঠে পূর্বাচল এলাকায় রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের অধীনে আবাসিক জমি দখল করে নেওয়া হয়েছে বলে অভিযোগ। এ-ও অভিযোগ যে, কন্যা পুতুলের অনুরোধে তৎকালীন প্রধানমন্ত্রী হাসিনা এই কাজ করিয়েছেন। হাসিনাদের বিরুদ্ধে দুদক মামলা রুজু করেছিল চলতি বছরের জানুয়ারি মাসে। সম্প্রতি তারা আদালতে চার্জশিট জমা দেয়। দুদক-এর অভিযোগপত্র অনুসারে, অনিয়ম এবং দুর্নীতির মাধ্যমে পূর্বাচলের প্রায় ৬০ কাঠা জমি পরিবারের সদস্যদের নামে বরাদ্দ করেছিলেন হাসিনা এবং রেহানা।
কোটা সংস্কারের দাবিতে হওয়া আন্দোলনের জেরে গত ৫ অগস্ট পদত্যাগ করেন বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী তথা আওয়ামী লীগ নেত্রী হাসিনা। বঙ্গবন্ধু-কন্যা তার পর ভারতে এসে আশ্রয় নেন। তার পর গুলি করে হত্যা-সহ বিভিন্ন অভিযোগে হাসিনার বিরুদ্ধে তিন শতাধিক মামলা দায়ের হয়েছে।