Bengal Job Loss Teachers' Protest

‘অযোগ্য’ তালিকার বাইরে কারা? ইমেল করে ‘যোগ্য’দের নাম শিক্ষা দফতরে পাঠিয়ে দিল এসএসসি, এর পর কী?

শিক্ষা দফতর সূত্রের খবর, ‘অযোগ্য’দের নামের তালিকা আগে থেকেই এসএসসির কাছে ছিল। কিন্তু সুপ্রিম কোর্টের রায়ে যাঁরা ‘অযোগ্য’ বলে চিহ্নিত হননি, তাঁদের নামও নতুন তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ১৩ এপ্রিল ২০২৫ ১৯:১৬
‘যোগ্য’ চাকরিহারাদের নামের নয়া তালিকা শিক্ষা দফতরকে দিল এসএসসি।

‘যোগ্য’ চাকরিহারাদের নামের নয়া তালিকা শিক্ষা দফতরকে দিল এসএসসি। —ফাইল চিত্র।

‘যোগ্য’ চাকরিহারাদের নতুন তালিকা স্কুল শিক্ষা দফতরকে ইমেল করে পাঠাল স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)। শিক্ষা দফতর সূত্রে এমনটাই জানা গিয়েছে। তালিকায় সংশ্লিষ্ট চাকরিপ্রার্থীর নাম, স্কুলের নাম-সহ বিস্তারিত তথ্য রয়েছে। তালিকায় এমন ‘যোগ্য’ চাকরিহারার সংখ্যা প্রায় ১৯ হাজার বলে শিক্ষা দফতর সূত্রে খবর।

Advertisement

কিন্তু নতুন তালিকা কেন? ওই সূত্রের খবর, ‘অযোগ্য’দের নামের তালিকা আগে থেকেই এসএসসির কাছে ছিল। কিন্তু সুপ্রিম কোর্টের রায়ে যাঁরা ‘অযোগ্য’ বলে চিহ্নিত হননি, তাঁদের নামও নতুন তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। সূত্র মারফত আরও জানা গিয়েছে, নতুন তালিকা পাওয়ার পর যাবতীয় তথ্য খতিয়ে দেখবে শিক্ষা দফতর।

যোগ্যদের তালিকা প্রকাশ করা হোক— সুপ্রিম কোর্টের রায়ের পর থেকে এই দাবিই তুলে আসছেন প্রায় ২৬ হাজার চাকরিহারা শিক্ষক এবং শিক্ষাকর্মী। সেই দাবি নিয়েই তাঁরা শুক্রবার দেখা করেছিলেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সঙ্গে। সেখানে শিক্ষা দফতরের তরফে আশ্বাসের সুরে বলা হয়, যোগ্য-অযোগ্যদের তালিকা তৈরি করতে শুরু করেছে এসএসসি (স্কুল সার্ভিস কমিশন)। আইনি পরামর্শ নেওয়ার পরে তা প্রকাশ করা হবে। চাকরিহারাদের দাবির সঙ্গে মৌলিক কোনও বিরোধ নেই বলে জানিয়েছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুও।

তবে এসএসসির নয়া তালিকা কবে প্রকাশ করা হবে, তা স্পষ্ট নয়। গত শুক্রবার বিকাশ ভবনে ব্রাত্যের সঙ্গে বৈঠকের পর চাকরিহারাদের প্রতিনিধিরা বলেছিলেন, ‘‘শিক্ষামন্ত্রীর উপস্থিতিতে এসএসসির চেয়ারম্যান জানিয়েছেন, তাঁরা যোগ্য ও অযোগ্যদের তালিকা ইতিমধ্যেই তৈরি করতে শুরু করে দিয়েছেন। আগামী রবিবারের মধ্যে সেই কাজ শেষ হয়ে যেতে পারে। আইনি পরামর্শ নিয়ে আগামী ২১ এপ্রিলের মধ্যে তা প্রকাশ্যে আনার চেষ্টা করা হবে।’’

Advertisement
আরও পড়ুন