Bangladesh General Election 2024

ভোট থেকে সরে দাঁড়ালেন ১১ প্রার্থী, এ বার সন্ত্রাসের অভিযোগ শেখ হাসিনার ‘সহযোগী’ জাতীয় পার্টির!

বিরোধী বিএনপি, জামাত-ই-ইসলামি, বামজোটের পরে এ বার সেই জাতীয় পার্টিই নির্বাচনের আগে সন্ত্রাস এবং ভীতি প্রদর্শনের অভিযোগ তুলল! তবে সরাসরি হাসিনা বা তাঁর দলের নাম না করে।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ০৩ জানুয়ারি ২০২৪ ২২:১৯
An image of Sheikh Hasina

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। —ফাইল চিত্র।

কাগজে-কলমে এখনও তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার দল আওয়ামী লীগের সহযোগী। ৩০০ আসনের জাতীয় সংসদের নির্বাচনে প্রয়াত প্রাক্তন রাষ্ট্রপতি হুসেন মহম্মদ এরশাদ প্রতিষ্ঠিত দল জাতীয় পার্টিকে ২৬টি আসন ছেড়ে দিয়েছে। কিন্তু বিরোধী বিএনপি, জামাত-ই-ইসলামি, বামজোটের পরে এ বার সেই জাতীয় পার্টিই নির্বাচনের আগে সন্ত্রাস এবং ভীতি প্রদর্শনের অভিযোগ তুলল! তবে সরাসরি হাসিনা বা তাঁর দলের নাম না করে।

Advertisement

এরই পাশাপাশি কাদেরর তাৎপর্যপূর্ণ মন্তব্য, ‘‘বেশির ভাগ মানুষ যদি মনে করেন, নির্বাচনটা ভাল হচ্ছে না, তখন আমাদের চিন্তা করে দেখতে হবে, কী করা যায়!’’ এখনও পর্যন্ত রাজনৈতিক পরিবেশ খুব খারাপ না হলেও ভোটারদের মধ্যে আতঙ্কের আবহ রয়েছে বলেও জানান কাদের। সেই সঙ্গে তিনি বলেন, ‘‘আমাদের আরও কয়েক জন প্রার্থীর উপর ভোটের লড়াই থেকে সরে দাঁড়ানোর জন্য চাপ তৈরি করা হচ্ছে।’’

এরই পাশাপাশি কাদেরর তাৎপর্যপূর্ণ মন্তব্য, ‘‘বেশির ভাগ মানুষ যদি মনে করেন, নির্বাচনটা ভাল হচ্ছে না, তখন আমাদের চিন্তা করে দেখতে হবে, কী করা যায়!’’ এখনও পর্যন্ত রাজনৈতিক পরিবেশ খুব খারাপ না হলেও ভোটারদের মধ্যে আতঙ্কের আবহ রয়েছে বলেও জানান কাদের। সেই সঙ্গে তিনি বলেন, ‘‘আমাদের আরও কয়েক জন প্রার্থীর উপর ভোটের লড়াই থেকে সরে দাঁড়ানোর জন্য চাপ তৈরি করা হচ্ছে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
আরও পড়ুন
Advertisement