Elon Musk

অর্ধেক কর্মীকে ছাঁটাই করতে হবে, মাস্কের নির্দেশ পেয়ে বমি করে ফেলেন টুইটার আধিকারিক

টুইটারের উচ্চপদস্থ এক আধিকারিককে নির্দেশ দেওয়া হয়, অন্তত ১০০ জন কর্মীকে ছাঁটাই করতে হবে। আমেরিকা একটি দৈনিকের খবর, নির্দেশ পাওয়ার পরেই দুশ্চিন্তায় বমি করে ফেলেন ওই আধিকারিক।

Advertisement
সংবাদ সংস্থা
শেষ আপডেট: ১৩ নভেম্বর ২০২২ ১৬:১৭
ইলন মাস্ক।

ইলন মাস্ক। ফাইল চিত্র।

সংস্থার মালিকানা স্বত্ব হাতে পেয়েই টুইটার থেকে বিপুল সংখ্যাক কর্মীকে ছাঁটাই করেছিলেন ইলন মাস্ক। টুইটারের একটি অফিসে উচ্চপদস্থ এক আধিকারিককে নির্দেশ দেওয়া হয়, অন্তত ১০০ জন কর্মীকে ছাঁটাই করতে হবে। আমেরিকার প্রখ্যাত দৈনিক ‘নিউ ইয়র্ক টাইমস’-এর খবর, এই নির্দেশ পাওয়ার পরেই দুশ্চিন্তা, উত্তেজনায় বমি করে ফেলেন ওই আধিকারিক।

সপ্তাহ তিনেক আগে টেসলা-কর্তা মাস্ক টুইটারের দায়িত্ব নেওয়ার পরেই ব্যাপক কর্মী সঙ্কোচন শুরু করে আমেরিকার এই মেসেজিং অ্যাপ সংস্থাটি। মাস্ক কর্মীদের জানিয়ে দেন, সংস্থার আয় বৃদ্ধি করতে সপ্তাহে ৮০ ঘণ্টা অফিসে এসে কাজ করতে হবে প্রত্যেক কর্মীকে। যাঁরা এই মাত্রায় পরিশ্রম করতে পারবেন না, তাঁদের ইস্তফা দিতে বলা হয়।

Advertisement

মাস্কের মালিকানাধীন টুইটার স্থির করে যে সারা বিশ্বে তাদের মোট যত জন কর্মী আছেন, পরিবর্তিত পরিস্থিতিতে তাঁদের অর্ধেককে চাকরিতে বহাল রাখা হবে। এর পরই সারা বিশ্বে টুইটার কর্মীরা মানসিক ভাবে ভেঙে পড়েন। অন্য চাকরির সন্ধানে কেউ কেউ সহকর্মীদের সঙ্গে ফোন নম্বর, বাড়ির ঠিকানা আদানপ্রদান করতে শুরু করেন। অনেককে আবার চিন্তা কমাতে অফিসেই ঘুমিয়ে পড়তে দেখা যায়। কিন্তু অনেকেই যে এই উদ্বেগজনক পরিবেশে কাজ করতে পারছেন না, টুইটারের অন্যতম শীর্ষ পদাধিকারীর বমি করে ফেলার ঘটনা তা-ই প্রমাণ করছে।

Advertisement
আরও পড়ুন