স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জে যাওয়ার পথে অতলান্তিকে নৌকা উল্টে মৃত্যু হয়েছে ৬৯ জনের। —প্রতীকী চিত্র।
পশ্চিম আফ্রিকা থেকে স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জে যাওয়ার পথে অতলান্তিকে নৌকা উল্টে মৃত্যু হয়েছে ৬৯ জনের। ঘটনাটি গত ১৯ ডিসেম্বরের।
গত বৃহস্পতিবার বিবৃতিতে মালির প্রশাসনের তরফে জানানো হয়েছে যে, মৃতদের মধ্যে ২৫ জন মালির নাগরিক। আশি জন পরিযায়ী শ্রমিককে নিয়ে পাড়ি দেওয়া নৌকাটির ১১ জন যাত্রীকে উদ্ধার করা গিয়েছে। তাঁদের মধ্যে ন’জন মালির।
স্পেনের মূল ভূখণ্ড থেকে ক্যানারি দ্বীপপুঞ্জ অনেকটাই দূরে। আফ্রিকা থেকে কাছে। মালি, সেনেগাল, মরিটেনিয়ার মতো পশ্চিম আফ্রিকার দেশগুলির অনেক মানুষ রাজনৈতিক অস্থিরতা এবং হিংসা থেকে বাঁচতে কাজের খোঁজে ক্যানারি দ্বীপপুঞ্জে পাড়ি দেন। অতলান্তিক মহাসাগর দিয়ে পরিযানের এই পথ অত্যন্ত বিপদসঙ্কুল।
মালির কেস অঞ্চলের মারিনা গোষ্ঠীর মেয়র জানিয়েছেন, মৃতদের মধ্যে ন’জন তাঁর গোষ্ঠীর যুবক। তাঁরা সাত মাস আগে মরিটেনিয়ার নির্মাণশিল্পে কাজ করবেন বলে বাড়ি ছেড়েছিলন। এই প্রসঙ্গে মেয়র বলেছেন, “ইউরোপ-আমেরিকার বন্ধুদের সঙ্গে ওদের যোগাযোগ ছিল। তারাই ওদের কাজের জন্য সেখানে যেতে বলত। অনেক ক্ষেত্রেই বাড়িতে কিছু না জানিয়েই চলেগিয়েছিল ওরা।”