Oil Tanker Capsizes

ওমানের সমুদ্রে উল্টে গেল তেলের ট্যাঙ্কার, তলিয়ে গেলেন ১৬ জন, তাঁদের মধ্যে ১৩ জনই ভারতীয়

জানা গিয়েছে, দুর্ঘটনার কবলে পড়া ট্যাঙ্কারটি ১১৭ মিটার দীর্ঘ। তৈরি হয়েছিল ২০০৭ সালে। মূলত তেলের ট্যাঙ্ক বহন করে থাকে এটি। সোমবার ট্যাঙ্কারটি এডেনের ইয়েমেনি বন্দরের দিকে যাচ্ছিল।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ১৭ জুলাই ২০২৪ ০৭:২১
13 Indians among 16 crew members missing after oil tanker sinks off Oman coast

প্রতিনিধিত্বমূলক ছবি।

মাঝ সমুদ্রে উল্টে গেল তেলের ট্যাঙ্কার। সেই ট্যাঙ্কারে ছিলেন ১৬ জন নাবিক। তাঁদের মধ্যে ১৩ জনই ভারতীয়। ট্যাঙ্কার উল্টে যাওয়ার পর থেকেই নিখোঁজ সকলে। তাঁদের উদ্ধারে অভিযান শুরু হয়েছে। তবে এখনও পর্যন্ত কারও খোঁজ মেলেনি। মঙ্গলবার ওমানের সমুদ্র নিরাপত্তা কেন্দ্র বা মেরিটাইম সিকিউরিটি সেন্টার (এমএসসি) এমনই তথ্য জানিয়েছে।

Advertisement

সংবাদমাধ্যম সূত্রে খবর, দুর্ঘটনাটি ঘটেছে দুকমের ওমানি বন্দরের কাছে রাস মাদারাকা থেকে ২৫ নটিক্যাল মাইল দক্ষিণ-পূর্বে। সোমবার তেলের ট্যাঙ্ক ভর্তি জাহাজটি এডেনের ইয়েমেনি বন্দরের দিকে যাচ্ছিল। সে সময়ই দুর্ঘটনার কবলে পড়ে জাহাজটি। তবে কী ভাবে এই দুর্ঘটনা ঘটেছে, তা স্পষ্ট নয়। এমনকি, সমুদ্রে তেল পড়েছে কি না তা-ও জানা যায়নি। ওই জাহাজে ভারতীয়েরা ছাড়াও চার জন শ্রীলঙ্কার বাসিন্দাও ছিলেন। সকলেই কর্মসূত্রে ওমানে ছিলেন।

জানা গিয়েছে, ১১৭ মিটার দীর্ঘ ট্যাঙ্কারটি ২০০৭ সালে তৈরি হয়েছিল। মূলত তেলের ট্যাঙ্ক বহন করে থাকে এটি। তবে এই জাহাজটি ছোট যাত্রাপথে মাল বহনের ক্ষেত্রেই ব্যবহার হত।

ওমানের দক্ষিণ-পশ্চিমে দুকম বন্দর অবস্থিত। সেখানেই রয়েছে একটি বড় তেল শোধনাগার। প্রায়ই ছোট, বড় জাহাজ তেলের ট্যাঙ্ক নিয়ে বিভিন্ন দিকে পাড়ি দেয়। আর সেই সব জাহাজে কাজ করেন অনেক ভারতীয়ও। এ ছাড়াও বিশ্বের অন্য দেশ থেকেও লোক ওমানে আসেন কাজের সন্ধানে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
আরও পড়ুন
Advertisement