Sandeshkhali Incident

সন্দেশখালি: পুলিশের কাছে না-গিয়ে আইনি সহায়তা কেন্দ্রেও যেতে পারেন নির্যাতিতারা: হাই কোর্ট

বিজেপির আইনজীবী প্রিয়ঙ্কা টিবরেওয়াল অভিযোগ করেন, পুলিশ সন্দেশখালির নির্যাতিতা মহিলাদের অভিযোগ শুনছে না। উল্টে যাঁরা অভিযুক্ত, তাঁদেরই আড়াল করছে পুলিশ প্রশাসন।

Advertisement
আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২৬ ফেব্রুয়ারি ২০২৪ ১৩:৪৯

গ্রাফিক: শৌভিক দেবনাথ।

পুলিশের বিরুদ্ধে ‘নিষ্ক্রিয়তা’র একগুচ্ছ অভিযোগ শোনার পর কলকাতা হাই কোর্ট জানিয়ে দিল, সন্দেশখালির নির্যাতিতা মহিলারা চাইলে পুলিশের কাছে না গিয়ে জেলার আইনি সহায়তা কেন্দ্রেও অভিযোগ জানাতে পারেন। তার ভিত্তিতে পদক্ষেপ করা হবে।

Advertisement

সোমবার প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম এবং বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চে সন্দেশখালির একাধিক মামলা ওঠে। শুনানিতে বিজেপির আইনজীবী প্রিয়ঙ্কা টিবরেওয়াল অভিযোগ করেন, পুলিশ সন্দেশখালির নির্যাতিতা মহিলাদের অভিযোগ শুনছে না। উল্টে যাঁরা অভিযুক্ত, তাঁদেরই আড়াল করছে পুলিশ প্রশাসন। এ ভাবে চলতে থাকলে নির্যাতিতারা কোনও দিনই বিচার পাবেন না। এর প্রেক্ষিতে হাই কোর্ট জানিয়ে দেয়, নির্যাতিতা যদি চান জেলার আইনি সহায়তা কেন্দ্রে অভিযোগ জানাতে পারেন। সে ক্ষেত্রে আইনি সহায়তা কেন্দ্রের যাঁরা অভিযোগ নেবেন, তাঁদের পরিচয় গোপন রাখা হবে। পরের শুনানিতে সেই সব অভিযোগের রিপোর্ট আদালতে পেশ করতে হবে।

রাজ্য পুলিশ এত দিন কী পদক্ষেপ করেছে, সেই প্রসঙ্গও উঠেছে সোমবারের শুনানি। রাজ্যের তরফে জানানো হয়, গত চার বছরে প্রায় ৪০টির মতো অভিযোগ জমা পড়েছিল সন্দেশখালিতে। তার ভিত্তিতে কেন পদক্ষেপ করেনি পুলিশ, আদালতে তা নিয়ে ভর্ৎসনার মুখেও পড়তে হয়েছে রাজ্যকে।

আরও পড়ুন
Advertisement