Suvendu Adhikari

বলার সুযোগ চাই, সরব বিরোধী নেতা

শোক প্রস্তাব হয়ে শুক্রবার মুলতুবি হয়ে গিয়েছে বিধানসভার শীতকালীন অধিবেশনের প্রথম দিন।

Advertisement
নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ১৯ নভেম্বর ২০২২ ০৮:৫৬
বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ফাইল চিত্র।

বিধানসভার অন্দরে তাদের বলতে না দেওয়া হলে বিক্ষোভের পথে যাওয়া ছাড়া উপায় নেই বলে জানিয়ে রাখল বিরোধী দল বিজেপি। শোক প্রস্তাব হয়ে শুক্রবার মুলতুবি হয়ে গিয়েছে বিধানসভার শীতকালীন অধিবেশনের প্রথম দিন। পরে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেছেন, ‘‘বিধানসভায় বিরোধীরা যা-ই আলোচনার জন্য দাবি জানাক, সবটাই বিচারাধীন বলে এড়িয়ে যাওয়া হয়! আমরা সোমবার বসে সবটা ঠিক করব। প্রশ্নোত্তর-পর্বে অন্য কোনও প্রসঙ্গ তুলব না। মন্ত্রীরা সঠিক ভাবে উত্তর দিন।’’ তাঁর আরও মন্তব্য, ‘‘আমাদের বলতে দেওয়া না হলে শক্তিশালী বিরোধী পক্ষ হিসেবে যা করার, তা-ই করব! বলতে না দিলেই পকেট থেকে পোস্টার বার হয়। এখানে তো সরকারের লোকেরাও বিক্ষোভ দেখায়!’’ অধিবেশনের রণকৌশল চূড়ান্ত করার জন্য সোমবার পরিষদীয় দলের বৈঠক ডেকেছে বিজেপি। সরকার পক্ষের উপ-মুখ্য সচেতক তাপস রায় অবশ্য বলেন, ‘‘বিধানসভার নিয়ম-কানুন, পরম্পরা আছে। বিজেপি বিধায়ক বা বিরোধী দলনেতা তো ঠিক করবেন না, কোনটা ঠিক, কোনটা ভুল! বিধানসভা স্পিকারের এক্তিয়ার। লোকসভায় কি বিচারাধীন কোনও বিষয়ে বিরোধীদের বলতে দেওয়া হয়?’’

Advertisement
Advertisement
আরও পড়ুন