শীতের আমেজ কলকাতায়। কুয়াশায় ঢাকা ময়দান চত্বর। ছবি: পিটিআই।
রাজ্য জুড়ে শীতের আমেজ। আলিপুর আবহাওয়া দফতর জানিয়ে দিল, আগামী কয়েক দিন কুয়াশায় ঢাকবে উত্তর এবং দক্ষিণবঙ্গের পাঁচ জেলা। তবে, বুধে খুব বেশি হেরফের হল না সর্বনিম্ন তাপমাত্রায়। বুধবার ভোরে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৮.৫ ডিগ্রি সেলসিয়াস, যা মঙ্গলবারের চেয়ে ০.৫ ডিগ্রি বেশি।
আগামী পাঁচ দিনেও কলকাতা-সহ উত্তর ও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রায় বিশেষ হেরফের হচ্ছে না বলে জানিয়েছে আবহাওয়া দফতর। বঙ্গের সব জেলাতেই আপাতত শুষ্ক আবহাওয়া থাকবে। উত্তরের জেলাগুলির মধ্যে দার্জিলিং, উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুরে আগামী ৪৮ ঘণ্টায় হালকা থেকে মাঝারি কুয়াশার পূর্বাভাস দেওয়া হয়েছে। আগামী দু’দিন হালকা থেকে মাঝারি কুয়াশায় ঢাকতে পারে দক্ষিণবঙ্গের পশ্চিম বর্ধমান এবং পশ্চিম মেদিনীপুরের কয়েকটি এলাকাও।
মঙ্গলবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৮.০ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে ১.৯ ডিগ্রি কম। সেই তুলনায় বুধবার খানিকটা চড়েছে পারদ। বুধবার দিনের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ১৮.৫ ডিগ্রি সেলসিয়াস। বুধবার সকালের দিকে হালকা কুয়াশা থাকলেও দিনভর পরিষ্কারই থাকবে কলকাতার আকাশ। শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৭.৫ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ২.৫ ডিগ্রি কম।
আবহাওয়া দফতর জানিয়েছে, বুধে দক্ষিণবঙ্গে সবচেয়ে কম তাপমাত্রা ছিল পুরুলিয়ায়। সেখানে পারদ নেমে গিয়েছে ১২.৩ ডিগ্রি সেলসিয়াসে। এ ছাড়া, দমদমে ১৭.৬ ডিগ্রি, কল্যাণীতে ১৬.৫ ডিগ্রি, শ্রীনিকেতনে ১৬.০ ডিগ্রি, দিঘায় ১৭.০ ডিগ্রি, কৃষ্ণনগরে ১৬.৮ ডিগ্রি, উলুবেড়িয়ায় ১৭ ডিগ্রি, বাঁকুড়ায় ১৮.১ ডিগ্রি, ক্যানিংয়ে ২০.৪ ডিগ্রি, বর্ধমানে ১৭.০ ডিগ্রি, আসানসোলে ১৭.৫ ডিগ্রি এবং ঝাড়গ্রামে ১৮.০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমেছে পারদ। উত্তরের জেলাগুলির মধ্যে বুধবারও সর্বনিম্ন তাপমাত্রা ছিল দার্জিলিঙে— ৮.৪ ডিগ্রি সেলসিয়াস। এ ছাড়া কালিম্পঙে ১৪.৩ ডিগ্রি, জলপাইগুড়িতে ১৬.৯ ডিগ্রি, আলিপুরদুয়ারে ১৫.০ ডিগ্রি, কোচবিহারে ১৫.৩ ডিগ্রি, রায়গঞ্জে ১৭.৫ ডিগ্রি এবং মালদহে ২০.৫ ডিগ্রি সর্বনিম্ন তাপমাত্রা ছিল।