West Bengal Weather

শীতের মুখে ‘কাঁটা’ নিম্নচাপ, কলকাতায় পারদ নামবে কবে, কী বলছে হাওয়া অফিস

সোমবারের তুলনায় মঙ্গলবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা কিছুটা কমেছে। আগামী দুই থেকে তিন দিন দক্ষিণবঙ্গে তাপমাত্রার হেরফের হবে না বলে জানিয়েছে হাওয়া অফিস।

Advertisement
নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২২ নভেম্বর ২০২২ ০৮:০২
কলকাতায় তাপমাত্রার পারদ ঊর্ধ্বমুখী।

কলকাতায় তাপমাত্রার পারদ ঊর্ধ্বমুখী। ফাইল ছবি

কলকাতায় কিছুটা কমল তাপমাত্রা। সোমবারের পর মঙ্গলবার সর্বনিম্ন তাপমাত্রা নামল ২০-র নীচে। এক ধাক্কায় পারদ নামল ২ ডিগ্রি। মঙ্গলবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৮.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে এক ডিগ্রি বেশি।

সোমবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২০.১ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ তাপমাত্রা কিছুটা বাড়তে পারে মঙ্গলবার। দিনের সর্বোচ্চ তাপমাত্রা মঙ্গলবার থাকতে পারে ২৯.৭ ডিগ্রি সেলসিয়াস। এই তাপমাত্রা স্বাভাবিক।

Advertisement

আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, বঙ্গোপসাগরে একটি সুস্পষ্ট নিম্নচাপ অবস্থান করছে। যার প্রভাব পড়ছে রাজ্যের তাপমাত্রায়। যে কারণে গত কয়েক দিনে কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় পারদ ঊর্ধ্বমুখী। তবে নিম্নচাপের প্রভাব কাটিয়ে চলতি সপ্তাহেই তাপমাত্রা কমতে পারে, জানিয়েছে হাওয়া অফিস। আগামী কয়েক দিনে সর্বনিম্ন তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি কমার সম্ভাবনা রয়েছে। তাপমাত্রা কমতে পারে বৃহস্পতিবারের পর। নিম্নচাপের প্রভাব পুরোপুরি কেটে গেলে শীত পড়বে জাঁকিয়ে।

কলকাতার পাশাপাশি জেলাগুলিতেও তাপমাত্রার হেরফের অব্যাহত। বর্ধমান, আসানসোল, বহরমপুরে রীতিমতো ঠান্ডা পড়ে গিয়েছে। কোথাও কোথাও সর্বনিম্ন তাপমাত্রা নেমেছে ১৪ ডিগ্রি সেলসিয়াসে। দার্জিলিংয়ে মঙ্গলবার সর্বনিম্ন তাপমাত্রা ৮.৮ ডিগ্রি সেলসিয়াস। তবে তা স্বাভাবিকের চেয়ে এক ডিগ্রি বেশি।

নিম্নচাপের প্রভাবে কলকাতায় তাপমাত্রা বাড়লেও বৃষ্টির কোনও সম্ভাবনা আপাতত নেই বলেই জানিয়েছে আলিপুর হাওয়া অফিস। আবহাওয়া থাকবে মূলত শুষ্ক। গত ২৪ ঘণ্টাতেও বৃষ্টি হয়নি। তবে কলকাতায় আকাশ থাকবে অংশত মেঘলা।

শহরে শীতের আমেজ ইতিমধ্যেই অনুভূত হচ্ছে। সকালের দিকে কোথাও কোথাও দেখা যাচ্ছে কুয়াশা। বাতাসে শীত শীত ভাব অনুভব করা যাচ্ছে। তবে বেলা বাড়লে চড়া রোদে উধাও হচ্ছে ঠান্ডা ।

আরও পড়ুন
Advertisement