ফাইল চিত্র ।
হাওড়ার ভোট নিয়ে এখনও সিদ্ধান্ত গ্রহণ করা হয়নি। নিরাপত্তা ও আইনশৃঙ্খলা নিয়েও বৈঠক করা হবে। তার পরই কেন্দ্রীয় বাহিনী নিয়ে সিদ্ধান্ত বলেও জানানো হয়েছে।
ওই বৈঠকের পর প্রচারের সময় বাড়ানো হতে পারে। বৈঠকে গণনার দিন নিয়ে আলোচনা করা হবে বলেও মনে করা হচ্ছে।
ইভিএমে ভোট হবে। পাশাপাশি কোভিড-বিধি মানার নির্দেশ দেওয়া হয়েছে। এখনও পর্যন্ত প্রচারের সময় একই রাখা রয়েছে।
কলকাতা হাই কোর্টের নির্দেশ অনুযায়ী, দক্ষিণ দমদমের ২৯ নম্বর ওয়ার্ডে অসুবিধা রয়েছে। তাই সেটি বাদ রেখে নির্বাচন হবে ওই পুরসভায়।
খোলা জায়গায় জনসভায় ২৫০ জনের পরিবর্তে ৫০০ জন করা হচ্ছে। অডিটোরিয়ামে ২০০ লোক।
বৃহস্পতিবার সকাল ১১টা ২০ নাগাদ সাংবাদিক বৈঠক শুরু। ১০৮টি পুরসভা ভোটের বিজ্ঞপ্তি প্রকাশ হল।
মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন ৯ ফেব্রুয়ারি। স্ক্রুটিনি করা হবে ১০ ফেব্রুয়ারি। তোলা যাবে ১২ ফেব্রুয়ারি।
তবে এখনও গণনার দিন জানানো হয়নি রাজ্য নির্বাচন দফতরের তরফ থেকে। আজ থেকেই আদর্শ আচরণবিধি চালু হবে।
রাজ্য নির্বাচন দফতরের সচিবের তরফে জানানো হল ১০৮ পুর নির্বাচন কেন্দ্রেগুলিতে নির্বাচন হবে ২৭ ফেব্রুয়ারী।
১০৮ পুরসভার ভোটকে সামনে রেখে বুধবার রাজ্য নির্বাচন দফতরের ডাকা সর্বদল বৈঠকে ভিন্ন ভিন্ন দাবি জানািয়েছিল তৃণমূল, বিজেপি, সিপিএম ও কংগ্রেস।
তার আগে আগামী ১২ ফেব্রুয়ারি আসানসোল, শিলিগুড়ি, বিধাননগর ও চন্দননগরে পুর ভোট হওয়ার কথা জানানো হয়েছিল।