Mamata Banerjee

পাহাড়ে যাচ্ছেন মু‌খ্যমন্ত্রী, মঙ্গলে জিটিএর সঙ্গে বৈঠক, দু’দিনের সফরে নেই কোনও ঘোষিত রাজনৈতিক কর্মসূচি

দু’দিনের সফরে আগামী সপ্তাহের শুরুতেই পাহাড়ে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জিটিএর সঙ্গে প্রশাসনিক বৈঠকের পাশাপাশি দার্জিলিঙে ‘সরস মেলা’রও উদ্বোধন করার কথা রয়েছে তাঁর।

Advertisement
আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ০৯ নভেম্বর ২০২৪ ১৭:৪২
সরস মেলার উদ্বোধনের জন্যই দার্জিলিং যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

সরস মেলার উদ্বোধনের জন্যই দার্জিলিং যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। —ফাইল চিত্র।

দু’দিনের সফরে আগামী সপ্তাহের শুরুতেই পাহাড়ে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার রাতেই তিনি পৌঁছে যাবেন দার্জিলিঙে। নবান্ন সূত্রে খবর, মঙ্গল ও বুধে বেশ কিছু প্রশাসনিক কর্মসূচি রয়েছে তাঁর। মঙ্গলবার দুপুর সাড়ে ৩টেয় জিটিএর সঙ্গে একটি প্রশাসনিক বৈঠক করবেন মুখ্যমন্ত্রী। পরের দিন দুপুর ৩টেয় দার্জিলিং চৌরাস্তায় ‘সরস মেলা’র আনুষ্ঠানিক উদ্বোধন হবে তাঁর হাতে। দু’দিন পাহাড়ে কাটিয়ে বৃহস্পতিবার শিলিগুড়িতে ফেরার কথা রয়েছে মু‌খ্যমন্ত্রীর। কলকাতায় ফেরার পর শুক্রবার আরও একটি কর্মসূচি রয়েছে তাঁর। মুখ্যমন্ত্রীর দু’দিনের দার্জিলিং সফরে ঘোষিত কোনও রাজনৈতিক কর্মসূচি নেই। নবান্ন সূত্রে খবর, জিটিএর সঙ্গে প্রশাসনিক বৈঠক এবং সরস মেলার উদ্বোধনের জন্যই দার্জিলিং যাচ্ছেন তিনি।

Advertisement

আগামী শুক্রবার বিরসা মুন্ডার ১৫০তম জন্মদিবস। পাহাড় থেকে ফিরে ওই দিন রাজারহাটে আদিবাসী ভবনে বিরসা মুন্ডা দিবস পালনের একটি অনুষ্ঠানে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী। এ বছর জেলাগুলিতে সপ্তাহব্যাপী বিরসা মুন্ডার ১৫০তম জন্মজয়ন্তী পালনের সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। চলবে আগামী ১৫ নভেম্বর থেকে ২১ নভেম্বর পর্যন্ত।

পাহাড়ে বর্তমানে জিটিএ-তে ক্ষমতায় রয়েছে অনীত থাপার ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চা। রাজ্যের শাসকদলের সঙ্গে অনীতের দলের সম্পর্কও বেশ ভাল। প্রশাসনিক স্তরে গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চা শাসিত জিটিএ-কে বিভিন্ন ভাবে সহযোগিতা করছে রাজ্য সরকার। বেশ কিছু উন্নয়নমূলক প্রকল্পেরও ভাবনাচিন্তা রয়েছে মুখ্যমন্ত্রীর। গত বছরের বাণিজ্য সম্মেলনে মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন তথ্যপ্রযুক্তি কেন্দ্র (আইটি হাব) তৈরির জন্য পাহাড়কে সাজিয়ে তুলবেন। ইতিমধ্যে তার প্রস্তুতিও শুরু করে দিয়েছে রাজ্য সরকার।

জেলা প্রশাসন সূত্রে খবর, দু’টি জায়গায় তথ্যপ্রযুক্তি কেন্দ্র গড়ে তোলা হচ্ছে। একটি দার্জিলিঙের কার্শিয়াঙে। সেখানে একটি বহুতল কার পার্কিংকে তথ্যপ্রযুক্তি কেন্দ্রে রূপান্তর করার কাজ চলছে। অন্যটি কালিম্পঙের গরুবাথানে। সেখানেও তথ্যপ্রযুক্তি কেন্দ্রের জন্য জমি চিহ্নিত করা হয়েছে বলে জেলা প্রশাসন সূত্রে খবর। আগামী সপ্তাহে মুখ্যমন্ত্রীর পাহাড়ে সফরে জিটিএর সঙ্গে বৈঠকে এই সংক্রান্ত কোনও আলোচনা হয় কি না, তা নিয়ে কৌতূহল রয়েছে।

পাশাপাশি, পাহাড়ে তিনটি পুরসভার ভোটও বাকি রয়েছে। ওই তিন পুরসভায় দ্রুত ভোট করানোর আর্জিতে একটি জনস্বার্থ মামলা হয়েছে কলকাতা হাই কোর্টে। গত সেপ্টেম্বরে হাই কোর্ট রাজ্যকে বলেছিল, এ বিষেয় দেড় মাসের মধ্যে সিদ্ধান্ত নেওয়ার জন্য। তারও প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। মুখ্যমন্ত্রীর পাহাড় সফরে পুরভোটের বিষয় নিয়ে কোনও আলোচনা হয় কি না, সে দিকেও নজর রয়েছে।

এ বছরই মুখ্যমন্ত্রীর উদ্যোগে পাহাড়ে প্রথম বার ‘সরস মেলা’ বসছে। মেলার আয়োজক রাজ্যের পঞ্চায়েত দফতর। প্রতি বছর কলকাতার নিউটাউন মেলা প্রাঙ্গণে ‘সরস মেলা’ হয়। উত্তরবঙ্গের মানুষদের জন্য ‘সরস মেলা’ হয় শিলিগুড়িতেও। তবে এ বছর উত্তরবঙ্গের ‘সরস মেলা’ হবে দার্জিলিং শহরে।

আরও পড়ুন
Advertisement