পশ্চিমের জেলাগুলিতেও বাড়বে শীতের দাপট। ফাইল চিত্র ।
বাঙালির আলমারি থেকে লেপ-কম্বল এই বেরোল বলে! কারণ আগামী সপ্তাহ থেকেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গে আসতে চলেছে শীতের আমেজ। এমনটাই জানাল হাওয়া অফিস। আবহাওয়া দফতর সূত্রে খবর, আগামী সপ্তাহে তাপমাত্রায় বড়সড় হেরফের আসতে চলেছে। আগামী চার-পাঁচ দিনের মধ্যে পারদ নামতে পারে প্রায় ২-৩ ডিগ্রি। পশ্চিমের জেলাগুলিতেও বাড়বে শীতের দাপট। শুক্রবারের তুলনায় শনিবার কলকাতার তাপমাত্রা প্রায় ১ ডিগ্রি কম। শুক্রবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২১ ডিগ্রির কাছাকাছি। সেই জায়গায় শনিবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা কমে হয়েছে ২০ ডিগ্রি। তাপমাত্রা কমেছে দক্ষিণবঙ্গের অন্য জেলাগুলিতেও।
আবহবিদরা জানিয়েছেন, নভেম্বর মাসের মাঝামাঝি হয়ে গেলেও পশ্চিমী ঝঞ্ঝার কারণে উত্তরের হাওয়া প্রবেশ করতে পারছিল না বাংলায়। কিন্তু পশ্চিমের ঝঞ্ঝা সরে যাওয়ায় পশ্চিমবঙ্গে উত্তরের হাওয়া বইতে শুরু করবে। ফলে ক্রমেই নামবে দুই বঙ্গের তাপমাত্রা।
শনিবার উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার-সহ একাধিক জেলায় বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে বলেও হাওয়া অফিস সূত্রে খবর। সিকিমে তুষারপাত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।