kolkata weather

Kolkata Weather: দুপুরেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি কলকাতায়, চলবে বেশ কয়েক ঘণ্টা, জানাল আলিপুর

কলকাতা ছাড়াও হুগলি ও হাওড়ার কিছু এলাকায় বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। কয়েক ঘণ্টা ধরে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে বলেই জানিয়েছে আলিপুর।

Advertisement
নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ০৫ অক্টোবর ২০২১ ১৩:১৮
প্রতীকী চিত্র

প্রতীকী চিত্র

মঙ্গলবার দুপুরেই কলকাতায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর। কয়েক ঘণ্টা ধরে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে বলেই জানিয়েছে আলিপুর। কলকাতা ছাড়াও হুগলি ও হাওড়ার কিছু এলাকায় বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।

মৌসম ভবন জানিয়েছে, বর্ষা বিদায় নিচ্ছে দেশ থেকে। কিন্তু এখনও বেশ কিছু রাজ্যে বৃষ্টি হচ্ছে। এ রাজ্যে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ কমলেও উত্তরে বেড়েছে। আবহাওয়া দফতর সূত্রে খবর, মৌসুমি বায়ুর প্রভাবে এই বৃষ্টি হচ্ছে না। মূলত স্থানীয় ভাবে তৈরি হওয়া বজ্রগর্ভ মেঘ থেকে এই বৃষ্টি হচ্ছে। ফলে বিস্তৃত এলাকায় না হয়ে ছোট এলাকার মধ্যে সীমাবদ্ধ থাকছে বৃষ্টি।

Advertisement

সেপ্টেম্বরের শেষে লাগাতার বৃষ্টি দেখেছেন রাজ্যবাসী। দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায় ভারী বৃষ্টি হয়েছে। জলমগ্ন হয়েছে কলকাতা। দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। তার মধ্যে ডিভিসি থেকে জল ছাড়ায় দুই মেদিনীপুর, বর্ধমান, হুগলির বেশ কিছু এলাকার অবস্থা এখনও খুব খারাপ। এই পরিস্থিতিতে পুজোর আগে নতুন করে বৃষ্টি হলে পরিস্থিতি আরও খারাপ হতে পারে বলে আশঙ্কা আবহবিদদের।

Advertisement
আরও পড়ুন