গোল করে উচ্ছ্বাস জেসন কামিংসের। —ফাইল চিত্র।
মোহনবাগান সুপার জায়ান্ট (৩) : হায়দরাবাদ এফসি (০)
হায়দরাবাদ এফসির বিরুদ্ধে সহজ জয় মোহনবাগান সুপার জায়ান্টের। ৩-০ গোলে ম্যাচ জিতল সবুজ-মেরুন ব্রিগেড। ডার্বির আগে আইএসএলে এটাই মোহনবাগানের শেষ ম্যাচ ছিল। সেই ম্যাচে প্রতিপক্ষকে দাঁড়াতেই দিল না হোসে মোলিনার দল।
হায়দরাবাদ দল কোনও ভাবেই মোহনবাগানকে লড়াই দিতে পারেনি। মোহনবাগানের ফুটবলারেরা গোল না ফস্কালে আরও বেশি গোলে হারতে পারত হায়দরাবাদ। ৯ মিনিটের মাথায় এগিয়ে যায় মোহনবাগান। লিস্টন কোলাসো উইংস ধরে দৌড়ে এসে ক্রস তোলেন সাহালকে লক্ষ্য করে। চকিতে শট নেন সাহাল। কিন্তু গোলরক্ষকের গায় লাগে সেই বল। তবে মোহনবাগানের ভাগ্য ভাল। বল হায়দরাবাদের রক্ষণভাগের ফুটবলার স্টেফান সাপিকের গায়ে লেগে গোলে ঢুকে যায়। তাঁর আত্মঘাতী গোলে এগিয়ে যায় মোহনবাগান। তবে কৃতিত্ব দিতে হবে কোলাসো এবং সাহালেরও।
৪১ মিনিটের মাথায় দ্বিতীয় গোল পায় মোহনবাগান। এ বারেও গোলের পাস বাড়ান কোলাসো। উইংস থেকে তাঁর তোলা ক্রসে হেড করেন টম অলড্রেড। ২-০ এগিয়ে যায় মোহনবাগান। তবে সেই গোল নিয়ে হঠাৎ জটিলতা তৈরি হয়। লাইন্সম্যান ফ্ল্যাগ তুলেছিলেন। রেফারি যদিও তত ক্ষণে গোলের সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন। তিনি লাইন্সম্যানের সঙ্গে কথা বলেন। তার পর গোলের সিদ্ধান্তই জানান। লাইন্সম্যান কেন ফ্ল্যাগ তুলেছিলেন তা রহস্যই রয়ে গেল।
গোটা ম্যাচেই বিপক্ষকে বার বার সমস্যায় ফেলেন কোলাসো। তিনি ম্যাচের সেরা ফুটবলারও হয়েছেন। কিন্তু কোলাসো যদি আরও একটু বুদ্ধি প্রয়োগ করে খেলতেন তা হলে ভাল হত। তিনি কখনও এমন বল গোলে শট নিলেন, যা পাস করলে গোল হত। আবার যেখান থেকে নিজেই গোল করতে পারতেন, সেখান থেকে গেলেন পাস বাড়াতে। এই সমস্যা কাটিয়ে উঠলে দলের জন্যই আরও ভাল হবে।
শেষ গোলটি জেসন কামিংসে। ৫১ মিনিটের মাথায় গোল করেন তিনি। জেমি ম্যাকলারেন বল বাড়িয়েছিলেন কামিংসকে লক্ষ্য করে। বক্সের মাথায় বল পেয়ে আর সময় নেননি তিনি। চলতি বলেই শট করেন গোল লক্ষ্য করে। হায়দরাবাদের গোলরক্ষক সেই বলের নাগাল পাননি।
মোহনবাগান গোটা ম্যাচ জুড়েই দাপট দেখিয়েছে। সমর্থকেরা এই ম্যাচ দেখেছিলেন বিনা টিকিটে। বছরের শুরুতে প্রথম ম্যাচে সমর্থকদের উপহার দিয়েছিলেন সঞ্জীব গোয়ন্কা। আর বছরের প্রথম ম্যাচে ফুটবলারেরাও মন ভরিয়ে দিলেন সমর্থকদের। পরের ম্যাচ ইস্টবেঙ্গলের বিরুদ্ধে। ঘরের মাঠে ছ’টি ম্যাচ জিতে লাল-হলুদের বিরুদ্ধে নামবে মোহনবাগান। ১১ জানুয়ারি সেই ম্যাচ হওয়ার কথা।