R G Kar Hospital Incident

আরজি করে মেয়ের খুন এবং ধর্ষণের তদন্তকারী সিবিআইয়ের উপরে চাপ বাড়ুক, চাইছেন বাবা-মা

বুধবার নির্যাতিতার বাড়িতে যান সিবিআইয়ের দুই তদন্তকারী। সে কথা জানিয়ে নির্যাতিতার মা বলেন, ‘‘সিবিআইয়ের দু’জন এসেছিলেন কিছু তথ্য নিতে। সে সব জানিয়েছি। ওঁরা বলেছেন, চেষ্টা করছেন।’’

Advertisement
নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২৯ অগস্ট ২০২৪ ০৮:১২
আরজি কর-কাণ্ডে বিক্ষোভ পড়ুয়াদের।

আরজি কর-কাণ্ডে বিক্ষোভ পড়ুয়াদের। —ফাইল ছবি।

চোদ্দো দিন ধরে আর জি কর-কাণ্ডের তদন্ত করছে সিবিআই। সেই তদন্তের গতিপ্রকৃতি নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছে নাগরিক সমাজ। বিভিন্ন সমাজমাধ্যমেও তার প্রতিফলন ঘটছে। সুর চড়িয়েছে তৃণমূল। নির্যাতিতার পরিবারও চায়, এ বার সকলে সিবিআইয়ের উপরেও
চাপ বাড়ান।

Advertisement

বুধবার নির্যাতিতার বাড়িতে যান সিবিআইয়ের দুই তদন্তকারী। সে কথা জানিয়ে নির্যাতিতার মা বলেন, ‘‘সিবিআইয়ের দু’জন এসেছিলেন কিছু তথ্য নিতে। সে সব জানিয়েছি। ওঁরা বলেছেন, ওঁদের যা ক্ষমতা আছে, তার মধ্যে সর্বোচ্চ চেষ্টা করছেন।’’

কেন আর জি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে এখনও সিবিআই গ্রেফতার করছে না, তা নিয়ে এ দিন তৃণমূল ছাত্র পরিষদের (টিএমসিপি) প্রতিষ্ঠা দিবসের সভা থেকে প্রশ্ন তোলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই প্রসঙ্গে নির্যাতিতার বাবা বলেন, ‘‘অবশ্যই উনি (অভিষেক) ভাল কথা বলেছেন। আমরাও বলছি, সবাই সিবিআইয়ের উপর চাপ বাড়াক। সিবিআই তাদের সুনাম অনুযায়ী কাজ করুক। সিবিআইকেও আমরা বলেছি, আপনাদের এত বড় সংস্থা, এত সুনাম। সেই সুনাম অনুযায়ী কাজ করে তাড়াতাড়ি এর বিহিত করুন।’’

একই সঙ্গে ওই পরিবার চায়, তাদের মেয়ের জন্য সুবিচারের যে দাবি উঠেছে, যে ভাবে প্রতিবাদ আন্দোলন জোরালো হয়েছে, তা চলতে
থাকুক। কিন্তু তাতে গুলি চলে কেউ আহত হোক— সেটা একদমই
চান না তাঁরা। মানুষের দুর্ভোগ
হোক, এমন কিছু ঘটলেও তাঁদের খারাপ লাগে। এগুলোও তাঁরা চান না। এ দিন বিজেপির ডাকা ১২ ঘণ্টা বন্‌ধ প্রসঙ্গে নির্যাতিতার বাবা বলেন, ‘‘বন্‌ধ আমরা সমর্থন করিনি। ব্যর্থ হোক, সেটাও চাইনি। আমরা চাই প্রতিবাদ চলুক।’’

আরও পড়ুন
Advertisement