—ফাইল চিত্র।
পার্থের মামলায় ছুটির দিনেও বসছে কোর্ট, চার্জ গঠন প্রক্রিয়া এগোবে কি
রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের মামলায় শুনানির জন্য বিচার ভবনে আজ বৃহস্পতিবার ছুটির দিনেও বসছে বিশেষ আদালত। ইডিকে এই সংক্রান্ত সমস্ত নথি সংশ্লিষ্ট ব্যক্তিদের জমা দিতে বলেছিল আদালত। তার জন্য বুধবার দুপুর আড়াইটে পর্যন্ত সময় দেওয়া হয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে। বৃহস্পতিবার আদালত বসবে শুধু এই মামলার শুনানির জন্যই। ইডি সকলকে প্রয়োজনীয় নথি জমা দিতে পেরেছে কি না, তা আদালতে জানাবে। কাজ সম্পূর্ণ হলে চার্জ গঠনের প্রক্রিয়া শুরু হবে। গত সোমবারই নিয়োগ দুর্নীতিকাণ্ডে ইডির মামলার চার্জ গঠনের কথা ছিল। সেই অনুযায়ী আদালতে সশরীরে হাজিরা দিয়েছিলেন পার্থ, ‘কালীঘাটের কাকু’ ওরফে সুজয়কৃষ্ণ ভদ্র, মানিক ভট্টাচার্য, তাঁর স্ত্রী-পুত্র এবং অন্য অভিযুক্তেরা। আদালত কক্ষে ছিলেন অর্পিতা মুখোপাধ্যায়ও। কিন্তু সে দিন চার্জ গঠনের কাজ এগোয়নি। ইডি সকল অভিযুক্তের কাছে প্রয়োজনীয় নথি দিতে পারেনি বলে অভিযোগ। পরে যে কারণে আদালত কেন্দ্রীয় সংস্থাকে ভর্ৎসনাও করেছিল। তাদের জন্যই চার্জ গঠনে দেরি হচ্ছে বলে অভিযোগ। তার পরেই তাদের জন্য বুধবার দুপুর আড়াইটে পর্যন্ত সময় বেঁধে দেওয়া হয়। আজ আদালতে কী হয়, সে দিকে নজর থাকবে।
মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভার বৈঠক নবান্নে
আজ রাজ্য মন্ত্রিসভার বৈঠক ডেকেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নবান্নে আজ বিকেলে ওই বৈঠক হবে। রাজ্য মন্ত্রিসভার সকল সদস্যকে ওই বৈঠকে উপস্থিত থাকতে বলা হয়েছে। মুখ্যমন্ত্রীর সঙ্গে এই বৈঠকে থাকবেন রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্থ। বৈঠকে কী হয় সেই সংক্রান্ত খবরে আজ নজর থাকবে।
মায়ানমারে কি আরও এলাকা আরাকান বাহিনীর দখলে
বুধবার মায়ানমারের রাজধানী ইয়ঙ্গনের অদূরে থান্ডওয়ে নৌঘাঁটির দখল নিয়েছে বিদ্রোহী জোটের বৃহত্তম শরিক আরাকান আর্মি এবং তাদের সহযোগী কারেন ন্যাশনাল লিবারেশন আর্মির যোদ্ধারা। সামরিক অবস্থানগত ভাবে গুরুত্বপূর্ণ এই এলাকা হাতছাড়া হওয়ার ফলে জুন্টা সরকারের সঙ্কট গভীর হয়েছে।
কাঞ্চন কি অন্যান্য মেডিক্যাল নথি জমা দেবেন বিধানসভায়
অভিনেতা বিধায়ক কাঞ্চন মল্লিকের ৬ লক্ষ টাকার মেডিক্যাল বিল নিয়ে জোর গুঞ্জন। যদিও বিধানসভার একটি সূত্র জানাচ্ছে, যাবতীয় রীতিনীতি এবং ঔপচারিকতা মেনে স্ত্রীর মেডিক্যাল নথি জমা দেওয়ার কথা কাঞ্চনের। মঙ্গলবার একপ্রস্ত বিল জমা দেওয়ার কাজ তিনি সেরে এসেছেন। বুধবার বড়দিন হওয়ায় ছুটি ছিল। বৃহস্পতিবার তাঁকে আবারও বিধানসভায় আসতে বলা হয়েছে। কাঞ্চন কি সরকারি বিধি মেনে মেডিক্যাল নথি জমা দেবেন? আজ এই খবরে নজর থাকবে।
ওয়াকফ বিল-বিতর্ক: ফের বৈঠকে জেপিসি
ওয়াকফ (সংশোধনী) বিল সংক্রান্ত বিষয়ে আলোচনা করতে আজ বৈঠকে বসছে যৌথ সংসদীয় কমিটি। বৃহস্পতি এবং শুক্র, পর পর দু’দিন বৈঠক হবে। ওয়াকফ (সংশোধনী) বিলের খসড়া নিয়ে গোড়া থেকেই টানাপড়েন শুরু হয়েছে সরকার ও বিরোধীদের। এই বিল ঘিরে বার বার অভিযোগ তুলেছেন বিরোধী সাংসদেরা। তাঁদের অভিযোগ, একতরফা ভাবে সিদ্ধান্ত নিচ্ছেন যৌথ সংসদীয় কমিটির চেয়ারম্যান জগদম্বিকা পাল। জগদম্বিকা বিজেপির সাংসদ। তিনি ‘স্বেচ্ছাচারী আচরণ’ করছেন বলেও অভিযোগ বিরোধী শিবিরের। অতীতে জেপিসির বৈঠকে বাগ্বিতণ্ডার মাঝে তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের কাচের বোতল ভাঙাকে কেন্দ্র করে বিতর্কও হয়েছে। তৃণমূল ছাড়াও কংগ্রেস, সমাজবাদী পার্টি, আম আদমি পার্টি (আপ), আরজেডি, ‘অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিন’ (মিম)-এর মতো বিভিন্ন বিরোধী দলের নেতারা ইতিমধ্যেই নরেন্দ্র মোদীর সরকারের ওই বিলের বিরোধিতায় সরব হয়েছেন। তাঁদের অভিযোগ, ৪৪টি সংশোধনী এনে কেন্দ্র আসলে ওয়াকফ বোর্ডের উপর সরকারি কর্তৃত্ব নিরঙ্কুশ করতে চাইছে। এই আবহে আজ ফের বৈঠকে বসতে চলেছে ওয়াকফ বিল বিষয়ক যৌথ সংসদীয় কমিটি।