গ্রাফিক: আনন্দবাজার অনলাইন।
কাল ভোরে সংক্রান্তির স্নান। আজই সবচেয়ে বেশি ভক্তের ঢল নামবে গঙ্গাসাগরে। প্রশাসনিক তৎপরতা স্বাভাবিক ভাবেই তুঙ্গে। এ বার বাড়তি সতর্কতা বাংলাদেশ পরিস্থিতির জন্য। প্রতিবেশী দেশের অস্থিরতার মধ্যে অনেকেই লুকিয়ে সীমান্ত পেরিয়ে চলে আসছেন এই বাংলায়। মেলায় যাতায়াতের ভিড়কে কাজে লাগিয়ে অনুপ্রবেশের ছক রয়েছে বলেও গোয়েন্দাদের কাছে খবর রয়েছে। জলপথে তাই বাড়ানো হয়েছে নজরদারি।
ভয়ের পরিবেশ তৈরি হয়েছে বাঘ নিয়েও। আবার সেই দক্ষিণ ২৪ পরগনা এবং ঝাড়গ্রাম। উদ্বেগের পরিস্থিতি সরকারি হাসপাতালের স্যালাইন-কাণ্ডেও। কী ভাবে ‘নিষিদ্ধ’ স্যালাইন প্রসূতিদের দেওয়া হল, তার তদন্ত চলছে।
স্যালাইন-কাণ্ডে অসুস্থেরা কেমন আছেন
মেদিনীপুর মেডিক্যাল কলেজ থেকে অ্যাম্বুল্যান্সে চাপিয়ে গ্রিন করিডোর করে তিন প্রসূতিকে নিয়ে আসা হয়েছে কলকাতার এসএসকেএম হাসপাতালে। তাঁদের তিন জনের অবস্থাই সঙ্কটজনক ছিল। অবস্থার কি উন্নতি হচ্ছে? সন্তান প্রসবের পরে ওই হাসপাতালের পাঁচ প্রসূতি অসুস্থ হয়েছিলেন। এক জন মারা যান। তার পরেই স্যালাইনের মান নিয়ে প্রশ্ন উঠেছিল। এই ঘটনার তদন্তে মেডিক্যাল কলেজের অধ্যক্ষ এবং স্ত্রীরোগের বিভাগীয় প্রধানকে এসএসকেএমে তলব করে জিজ্ঞাসাবাদ করা হয়েছে গতকাল। সেই তদন্ত কত দূর, সে দিকেও নজর থাকবে আজ।
রাত পেরোলেই স্নান, সাগরমুখী ভক্তের ঢল
কাল মকর সংক্রান্তি। পৌষের শেষ দিনে পুণ্যস্নান করতে লাখো লাখো মানুষ এখন গঙ্গাসাগরমুখী। বেশিরভাগ তীর্থযাত্রীই চান সংক্রান্তির দিনে সঠিক তিথি নক্ষত্র মেনে সাগর গঙ্গার সঙ্গমে স্নান করতে। তাই রবিবার রাত থেকেই কলকাতা থেকে বাস এবং ট্রেন ধরে কাকদ্বীপের লট-৮-এর উদ্দেশ্যে রওনা হয়েছেন বহু মানুষ। সোমবার জনস্রোত আরও বাড়তে পারে বলেই মনে করছে রাজ্য প্রশাসন। ১৪ জানুয়ারি মঙ্গলবার সকাল ৬টা ৫৮ মিনিট থেকে ১৫ জানুয়ারি বুধবার সকাল ৬টা ৫৮ মিনিট মকর সংক্রান্তির তিথি। এই সময় যাতে তীর্থযাত্রীদের সাগরদ্বীপে যাতায়াত সুগম হয়, সেই ব্যবস্থা রাখা হয়েছে বলেই প্রশাসন সূত্রে খবর।
খড়্গপুর আইআইটি: ছাত্রের অস্বাভাবিক মৃত্যুর তদন্ত
খড়্গপুর আইআইটির হস্টেল থেকে ছাত্রের ঝুলন্ত দেহ উদ্ধারকে কেন্দ্র করে রহস্য। গতকাল হস্টেলের নিজের ঘর থেকে শাওন মালিক নামে বছর একুশের এক ছাত্রের দেহ উদ্ধার করে পুলিশ। কী কারণে মৃত্যু হয়েছে, তার তদন্ত শুরু করেছে পুলিশ। আইআইটির হস্টেল এবং ক্যাম্পাসে কুকুর নিয়ে তল্লাশিও চালানো হয়েছে। খুন না আত্মহত্যা, তা এখনও স্পষ্ট নয়। আজ এই মৃত্যুরহস্য কোনদিকে মোড় নেয়, নজর থাকবে সে দিকে।
বাঘের আতঙ্ক
দক্ষিণ ২৪ পরগনা জেলার কুলতলির মৈপীঠে ফের বাঘের ভয়। গতকাল সকালে নদী তীরবর্তী এলাকায় বাঘের পায়ের ছাপ দেখতে পান স্থানীয়েরা। সেই পায়ের ছাপ দেখে তাঁদের দাবি, ঠাকুরান নদী পেরিয়ে লোকালয় সংলগ্ন জঙ্গলে ঢুকেছে দু’টি ‘রয়্যাল বেঙ্গল টাইগার’। সত্যিই লোকালয়ে বাঘ ঢুকেছে কি না, তা খতিয়ে দেখছে বন দফতর। অন্য দিকে, ঝাড়গ্রামেও মিলেছে বাঘের পায়ের ছাপ। সত্যিই এই দুই এলাকায় ফের বাঘ ঢুকল কি না, ঢুকলে তার গতিবিধি কোন দিকে, সে দিকে আজ নজর থাকবে।
শীত কম, কোথায় কেমন
কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলির পারদ আবার ঊর্ধ্বমুখী। গতকাল এক ধাক্কায় কলকাতার তাপমাত্রা বেড়ে গিয়েছিল দুই ডিগ্রি। আগামী দু’দিনে তাপমাত্রা আরও খানিকটা বৃদ্ধি পেতে পারে। মূলত পশ্চিমি ঝঞ্ঝার কারণেই রাজ্যে প্রবেশে বাধা পাচ্ছে উত্তুরে হাওয়া। যে কারণে পৌষ সংক্রান্তিতেও জাঁকিয়ে শীত পড়ার সম্ভাবনা নেই। আবহাওয়া সংক্রান্ত খবরের দিকে নজর থাকবে।