সুপ্রিম কোর্ট। —ফাইল চিত্র।
সহবাস করার পক্ষে রায় না মানলেও স্ত্রী খোরপোশ পেতে পারেন বলে রায় দিল সুপ্রিম কোর্ট। সে ক্ষেত্রে সহবাস- রায় না মানার উপযুক্ত কারণ থাকতে হবে বলে রায়ে জানিয়েছে শীর্ষ আদালত। এই বিষয়ে প্রত্যেকটি মামলার ক্ষেত্রে পরিস্থিতি খতিয়ে দেখে আদালতকে সিদ্ধান্ত নিতে হবে বলে জানিয়েছে প্রধান বিচারপতি সঞ্জীব খন্না ও বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চ। ঝাড়খণ্ডের এক দম্পতির মামলায় এই রায় দিয়েছে শীর্ষ কোর্ট। ঝাড়খণ্ডের পারিবারিক আদালতে স্ত্রী জানান, গাড়ি কেনার জন্য ৫ লক্ষ টাকা পণ চেয়ে ও অন্য ভাবে তাঁকে নির্যাতন করেছেন স্বামী। স্ত্রী আরও জানান, স্বামীর বিবাহ- বহির্ভূত সম্পর্ক আছে। ২০১৫ সালে তাঁর গর্ভপাত হলেও স্বামী কর্মক্ষেত্র থেকে তাঁকে দেখতে আসেননি। কিন্তু আদালত জানায়, স্বামী স্ত্রীর সঙ্গে থাকতে চান। তাই স্বামীর সহবাসের আর্জির পক্ষে রায় দেয় নিম্ন আদালত। কিন্তু সেই রায় না মেনে খোরপোশ চেয়ে মামলা করেন স্ত্রী। তাঁকে মাসিক ১০ হাজার টাকা খোরপোশ দেওয়ার নির্দেশ দেয় পারিবারিক আদালত। স্বামীর বাড়িতে ফেরার জন্য কয়েকটি শর্ত দেন স্ত্রী।
এই রায়ের বিরুদ্ধে ঝাড়খণ্ড হাই কোর্টে আপিল করেন স্বামী। হাই কোর্ট রায় দেয়, এ ক্ষেত্রে স্ত্রী খোরপোশ পাওয়ার অধিকারী নন। সুপ্রিম কোর্টে মামলা করেন স্ত্রী।
এই নিয়ে বিভিন্ন হাই কোর্টের বিভিন্ন মতামতকে বিশ্লেষণ করে শীর্ষ আদালতের বিচারপতিরা জানিয়েছেন, মূলত স্ত্রীর খোরপোশ পাওয়ার অধিকারকেই গুরুত্ব দিয়েছেন হাই কোর্টের বিচারপতিরা। ফলে কেবল সহবাসের আর্জির পক্ষে রায় থাকলেই স্ত্রীকে খোরপোশ থেকে বঞ্চিত করা যাবে না। প্রত্যেকটি মামলায় পরিস্থিতি খতিয়ে দেখে সিদ্ধান্ত নিতে হবে।