West Bengal Panchayat Election 2023

গণনা শেষ হয়নি, তবে পঞ্চায়েত ভোটের ফল স্পষ্ট! অভিনন্দন জানিয়ে বুঝিয়ে দিলেন মমতা

রাজ্যের ৬১৬৩৬টি আসনে পঞ্চায়েত ভোটের গণনা চলছে। ব্যালট পেপারে ভোট হওয়ায় পঞ্চায়েতে গণনার সময় লাগে একটু বেশিই। তবে সন্ধ্যার দিকেই কিছুটা স্পষ্ট হয়ে যায় ফল কোন দিকে যেতে চলেছে।

Advertisement
আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
শেষ আপডেট: ১১ জুলাই ২০২৩ ২২:১০
TMC Supremo Mamata Banerjee congratulates in advance assuming her party\'s win in Panchayat Election

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ফাইল ছবি।

মঙ্গলবার সকাল থেকে শুরু হয়েও রাত পর্যন্ত শেষ হয়নি পঞ্চায়েত ভোটের গণনা। ফলে পঞ্চায়েতের ফলপ্রকাশ হয়ে গিয়েছে, তা বলা যায় না। কিন্তু শাসকদল তৃণমূলের সর্বময় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গণনা শেষের আগেই সম্ভাব্য জয়ের শুভেচ্ছাবার্তা জানালেন গ্রামবাংলার মানুষকে। ফেসবুকে মমতা একটি পোস্টারের ছবি দিয়ে লিখলেন, ‘‘গ্রামবাংলায় পুনরায় বিকশিত জোড়াফুল। এই পঞ্চায়েত নির্বাচনে আপনাদের অভূতপূর্ব সমর্থন, অকুণ্ঠ ভালবাসা এবং অপার আশীর্বাদে আমি তথা আমার গোটা তৃণমূল কংগ্রেস পরিবার কৃতজ্ঞ। এই জয় আমার প্রণম্য গণদেবতার জয়।’’

রাজ্যের ৬১,৬৩৬টি আসনে পঞ্চায়েত ভোটের গণনা চলছে। ব্যালট পেপারে ভোট হওয়ায় পঞ্চায়েতে গণনার সময় লাগে একটু বেশিই। তবে মঙ্গলবার সন্ধ্যার দিকেই কিছুটা স্পষ্ট হয়ে যায় পঞ্চায়েতের ফল কোন দিকে যেতে চলেছে। একমাত্র নন্দীগ্রাম ছাড়া প্রায় সব জেলার অধিকাংশ পঞ্চায়েতে তৃণমূলই এগিয়ে ছিল। রাত ৯টা নাগাদ মমতা তাঁর ফেসবুক পেজে ওই পোস্টারের ছবি দেন। পোস্টারে মমতারই ছবি ছিল। হাতজোড় করা হাসিমুখের ছবি। তার পাশে লেখা, ‘‘সকল মা-মাটি-মানুষকে আমার আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন।’’

Advertisement
TMC Supremo Mamata Banerjee congratulates in advance assuming her party's win in Panchayat Election

ফেসবুকে শেয়ার করা মমতার সেই অভিনন্দন বার্তা। ছবি: ফেসবুক।

ভোটে জয়ের পর মমতা প্রতি বারই তৃণমূলের তরফে বাংলার মানুষকে ধন্যবাদ এবং শুভেচ্ছা জানান। গত ১২ বছরে এই নিয়ম কখনও বদলায়নি। পঞ্চায়েত ভোটের গণনার দিনও তাই সেই ধারা বজায় রেখেই শুভেচ্ছা জানিয়েছেন মমতা। তফাত শুধু এটুকুই যে, খাতায়কলমে এখনও জয়ী বলে ঘোষণা করা হয়নি তৃণমূলকে। যদিও গণনার ধারায় স্পষ্ট, মমতা যা বলেছেন, ফল তার থেকে আলাদা হবে না। সম্ভবত সেই ব্যাপারে নিশ্চিত হয়েই আগাম জয়ের ঘোষণা করেছেন মমতা। তার পোস্টারে তৃণমূলের তরফে তিনি বার্তা দিয়েছেন, ‘‘এই নির্বাচন আবার প্রমাণ করল, বাংলার মানুষের মনে এখনও তৃণমূল কংগ্রেসই আসীন।’’

Advertisement
আরও পড়ুন